বাংলাদেশর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি

Home Page » প্রথমপাতা » বাংলাদেশর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



 বাংলাদেশর প্রধানমন্ত্রীকে  অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি এর চিত্র ফলাফল

তমাল সাহা ভারত প্রতিনিধ বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে দিল্লি শহরকে নতুন করে সাজানো হয়েছে।শহরের বিভিন্ন সড়ক ও প্রান্তে উড়ছে দুদেশের পতাকা।

প্রধানমন্ত্রী শুক্রবার  দুপুরে বিশেষ ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছানোর কথা আছে।তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। শুক্রবার রাতে বাংলাদেশ দূতাবাসে এক রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,বাংলাদেশের বন্ধু হিসেবে সম্মাননাপ্রাপ্ত ভারতীয়রা এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর একটি লেখা বাংলা ও ইংরেজি মাধ্যমের দুটি পত্রিকায় প্রকাশের কথা আছে। এছাড়া শনিবার (৮ এপ্রিল) একটি সংবাদপত্রে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বাংলাদেশর প্রধানমন্ত্রীকে  অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি এর চিত্র ফলাফলফাইল ছবি

শনিবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সফর শুরু হবে। এদিন শুরুতেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি রাজঘাটে গান্ধীর সমাধিতে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে হায়দারাবাদ হাউজে। এরপরই রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।

শনিবার বিকালে মানেকশ সেন্টারে ভারতীয় শহীদ সৈনিকদের সম্মাননা প্রদান করা হবে। সেখানে মোট ১৬৬১ জনের মধ্যে সাতজন শহীদ সৈনিকের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যদেরকে সম্মাননা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী রবিবার  আজমীর শরীফে যাবেন এবং বিকাল বা সন্ধ্যায় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করবেন। এরপর রাতে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ এপ্রিল) ব্যবসায়ীদের একটি সেমিনারে অংশগ্রহণ করবেন এবং ওই দিন বিকালে ঢাকায় রওনা হবেন ।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৪   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ