বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে আইনস্টাইন সুবর্ণ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে আইনস্টাইন সুবর্ণ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ শিশুটির বয়স এখনো পাঁচ হয়নি তাতেই গণিত আর পদার্থ বিজ্ঞানে ব্যাপক দক্ষতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী বিস্ময় বালক সুবর্ণ। তাকে সকলেই বলতে শুরু করেছেন ক্ষুদে আইনস্টাইন। আমেরিকা জয় করে এই ক্ষুদে আইনস্টাইন এবার দেখা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

hasina suborno

ক্ষুদে আইনস্টাইন মাত্র দেড় বছর বয়সে রসায়নের পর্যায় সারণি মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। মার্কিন মুলুকে প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকাও তার কৃতিত্ব ফলাও করে প্রচার করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি লুইস রিচার্ডসনও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার কৃতিত্বে শুভেচ্ছা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট সুবর্ণকে লিখেছিলেন, ‘আমেরিকায় তোমার মতো মেধাবীদের প্রয়োজন।’

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সুবর্ণ এবং তার পরিবার। সুবর্ণর বাবা রাশিদুল বারী চান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ও সুবর্ণকে কৃতিত্বের স্বীকৃতি দিক।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সামিয়া ইসরাত রোনি সুবর্ণর বাবাকে ই-মেইল করেছেন। গত সোমবার সুবর্ণর সঙ্গে দেখা করেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সামিয়া ইসরাত রোনি এবং ফার্স্ট সেক্রেটারি আল মামুন।

জানা গেছে, দূতাবাসের কর্মকর্তারা গণিত, রসায়ন এবং পদার্থে সুবর্ণর দক্ষতা যাচাই করেন। এ সময় সুবর্ণ দুই মিনিটেরও কম সময়ে রসায়নের পর্যায় সারণির সবগুলো মৌল লিখেন। পাশাপাশি সমাধান করেন বেশ কিছু গাণিতিক সমস্যাও।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৩৬   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ