বিশ্বের সবচেয়ে দামি হীরা ‘পিংক স্টার’

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের সবচেয়ে দামি হীরা ‘পিংক স্টার’
বুধবার, ৫ এপ্রিল ২০১৭



বিশ্বের সবচেয়ে দামি হীরা ‘পিংক স্টার’

বঙ্গ-নিউজঃ ‘পিংক স্টার’ নামের হীরাটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি হীরা। দামের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ওপেনহেইমার ব্লু’ নামের হীরা।

গত ৩ এপ্রিল হংকংয়ে এটি নিলামে বিক্রি হয়েছে ‘পিংক স্টার’। দাম ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ৫৭২ কোটির বেশি। রত্ন-পাথরের নিলামে এটিই সর্বোচ্চ বা বিশ্ব রেকর্ড। বিরল হীরাটি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের। নিলামে তোলার পাঁচ মিনিটেই এটি বিক্রি হয়ে যায়। পালিশ করা রত্ন-পাথরের নিলামের ইতিহাসে এটিই সবচেয়ে বড় লেনদেন।

সুইজারল্যান্ডের জেনেভায় ২০১৩ সালে একই হীরা ৮ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। কিন্তু এটির ক্রেতা পরে সময়মতো দাম পরিশোধ করেননি। তাই সবচেয়ে বেশি দামে রত্ন-পাথর বিক্রির রেকর্ডটি এত দিন ‘ওপেনহাইমার ব্লু’র দখলে ছিল। ১৪ দশমিক ৬২ ক্যারেটের হীরাটি গত মে মাসে পাঁচ কোটি ডলারে বিক্রি হয়।

পিংক স্টার ১৯৯৯ সালে আফ্রিকার একটি খনিতে পাওয়া যায়। এটি কাটতে দুই বছরের বেশি সময় লেগেছে। ৩ এপ্রিলের নিলামে হীরাটির দাম হাঁকাহাঁকি শুরু হয় ৫ কোটি ৬০ লাখ ডলার থেকে। শেষ পর্যন্ত এটি কিনেছে হংকংয়েরই একটি প্রতিষ্ঠান চোউ তাই ফুক জুয়েলারি। তারা খুচরা গয়না বিক্রি করে। হীরক ব্যবসায়ী আলেক্সান্ডার ব্রেকনার বিবিসিকে বলেন, পিংক স্টার একটি ব্যতিক্রমী পাথর। মানুষের ইতিহাসে এত বড় গোলাপি হীরার দেখা আগে কখনো মেলেনি। অবিশ্বাস্য সুন্দর রং এবং বড় আকারের কারণেই এটি এত দামি।

পিংক স্টারের আগে, সব থেকে দামি পাথরের খেতাব ছিল ‘ওপেনহেইমার ব্লু’র। ৫৭.৫৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তা কিনেছিলেন ব্রিটিশ গয়না ব্যবসায়ী লরেন্স গ্রাফ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৩   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ