উন্মোচন হলো মঙ্গলে বাসগৃহের নকশা

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » উন্মোচন হলো মঙ্গলে বাসগৃহের নকশা
বুধবার, ৫ এপ্রিল ২০১৭




উন্মোচন হলো মঙ্গলে বাসগৃহের নকশা

বঙ্গ-নিউজ: নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের গবেষকগণ একদল স্থপতির সাথে মিলে বাড়ির জন্য এমন একটি ধারণা গ্রহণ করেছেন যাকে বলা যায় ‘মঙ্গলের বরফগৃহ’। মঙ্গলে মানুষ পাঠানোর পর তাদের বাসগৃহ কেমন হবে সেই নকশা উন্মোচন করেছে নাসা।

নাসার সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কেভিন ভিপাভেটজ বলেন, ‘প্রয়োজন, লক্ষ, সীমাবদ্ধতা এসব নিয়ে একটি দিন মাথা ঘামানোর পর আমরা অনেক উদ্ভট ধারণার কথা ভেবেছি এবং অবেশেষে এই বরফ বাড়ির নকশার সিদ্ধান্তে উপনীত হয়েছি। নাসার এই বরফ বাড়ির বেশ কিছু সুবিধা আছে। এটি হালকা এবং সহজে একস্থান থেকে অন্য স্থানে সরল রোবটযানের মাধ্যমে বয়ে নিয়ে যাওয়া যাবে। তারপর বসবাসকারীরা পৌঁছানোর আগেই পানি ঢেলে প্রস্তুত করে নেওয়া যাবে।’

আশ্রয়ের গৃহটিতে থাকার জন্য এটিকে মহাজাগতিক রশ্মি এবং বিকিরণ হতেও সুরক্ষিত হতে হবে। এই কাজের জন্য ভূঅভ্যন্তরীণ কক্ষই সবচেয়ে কার্যকর হতো কিন্তু তার জন্য অত্যন্ত ভারী সরঞ্জামের প্রয়োজন যা মঙ্গলে বয়ে নিয়ে যাওয়া দুঃষ্কর। কাজেই এমন একটি বিকল্প নির্মাণ সামগ্রীর প্রয়োজন ছিলো যা এ ধরনের প্রতিরোধের জন্য কার্যকর হবে। বরফ এই ক্ষেত্রে বেশ উপযুক্ত।

নাসার প্রধান উদঘাটক কেভিন কেম্পটন বলেন, ‘মহাশূন্যে কয়েকমাস ভ্রমন শেষে যখন আপনি মঙ্গলের মাটিতে অবতরণ করবেন এবং সেখানে আপনার জন্য নতুন বাড়ি প্রস্তুতকৃত থাকবে তখন আপনার জন্য দিনটি বেশ চমৎকার হিসেবে দেখা দেবে।’

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৬   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ