বৃহস্পতিবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব রাস্তা-ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন

Home Page » প্রথমপাতা » বৃহস্পতিবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব রাস্তা-ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন
বুধবার, ৫ এপ্রিল ২০১৭



dhaka traffic

বঙ্গ-নিউজঃ সোহরাওয়ার্দি উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন ও সমাবেশ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে মহানগর পুলিশ। কাল রাজধানীর দুটি রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে। এবং ২৫টি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

dhaka traffic 2

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে যানবাহন চলাচলে এই নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানানো হয়েছে, শাহবাগ থেকে মৎস্যভবন ক্রসিং এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত উভয়মুখী যাতায়াতের রাস্তা সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি বেলা ১২টা থেকে ২৫টি পয়েন্টে যানবাহন ‘ডাইভার্সন’ করা হবে। এবং সম্মেলন শেষে সন্ধ্যা থেকে আবারও যানচলাচল স্বাভাবিক করা হবে।

dhaka traffic 2

যে ২৫ পয়েন্টে যানবাহন ‘ডাইভার্সন’ থাকবে:- বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি, বাংলামোটর, মগবাজার, পরিবাগ, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোডের পূর্বপাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলার গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস ভবন, কদম ফোয়ারা, হাই কোর্ট, শহীদুল্লাহ হল, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, রোমানা চত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনে।

এই সকল পয়েন্টে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলা হয়েছে মহানগর পুলিশে পক্ষ থেকে।

ইসলামি ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের সম্মেলন হবে আগামীকাল। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিবসহ দুই লাখের বেশি মানুষ এই সম্মেলনে অংশ নিতে পারে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০:২০:১২   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ