মাশরাফির বিদায় ঘোষনার ম্যাচ সুখের হলোনা

Home Page » আজকের সকল পত্রিকা » মাশরাফির বিদায় ঘোষনার ম্যাচ সুখের হলোনা
বুধবার, ৫ এপ্রিল ২০১৭



Image may contain: 1 person, playing a sport

বঙ্গ-নিউজঃআন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে তার বিদায়ী ঘোষণাটাকে অনুপ্রেরণার উৎস বানাতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাশরাফি বিন মুর্তজা তাই নিজের বিদায়ী ঘোষণার ম্যাচে কিছু একটা করে দেখানোর চেষ্টা করছন। কিছুটা সফলও হয়েছেন। তৃতীয় বোলার হিসেবে বল করতে এসে তুলে নিয়েছেন ২ উইকেট। ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা (২৪) ও দিলশান মুনাবিরাকে (৮)। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা। কুশল পেরেরা ৭৭, থারাঙ্গার ২৪ ও প্রসন্নর ২২ রান এই জয় সহজ করে দেয়। এই জয়ে শ্রীলঙ্কা সিরিজের১-০ তে এগিয়ে গেলো।

টস জিতে প্রথমে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৬ উইকেটে করতে পারে মাত্র ১৫৫ রান। এক পর্যায়ে ৮২ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উেইকেট। সেখান থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৫ রান করতে পারে মূলত ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর ৫৭ রানের জুটি কল্যাণে। টস জিতে মাশরাফি প্রথমে ব্যাটিং নিলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরিতে। তবে খেলা শুরু হতে না হতেই বাংলাদেশ শিবিরে মালিঙ্গার আঘাত। ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড তামিম। স্কোরবোর্ডে তখনো রান উঠেনি।

মালিঙ্গার করা প্রথম ওভারে ফিরে যেতে পারতেন সাব্বির-সৌম্যও। ভাগ্য ভলো, মালিঙ্গার পঞ্চম বলটি সাব্বিরের ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া ক্যাচটি ড্রপ করে ফাঁকায়। ষষ্ঠ বলে মালিঙ্গাকেই রিটার্ন ক্যাচ দিয়েছিলেন সৌম্য। কিন্তু মালিঙ্গা হাতে জমাতে পারেননি। ভাগ্য জোরে বেঁচে গিয়ে দুজনে ৫ ওভারেই তুলে ফেলেন ৫৭ রান। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তখন বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই ছন্দপতন। ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ১ উইকেটে ৫৭ থেকে বাংলাদেশ মুহূর্তেই পরিণত হয় ৫ উইকেটে ৮২ রানের দলে!

দলকে ৫৭ রানে রেখে এক ওভারেই ফিরে যান সাব্বির-সৌম্য। সাব্বির ১৬ রান করে রান আাউট। ২৯ রানে দাঁড়িয়ে সৌম্য ক্যাচ তুলে দেন লং অনে। একটু পর মুশফিক (৮) এবং সাকিবও (১১) ফিরে যান সাজঘরে। এরপর মোসাদ্দেক-মাহমুদউল্লাহর জুটিতে ১৫০ পার। মোসাদ্দেকের অপরাজিত ৩৪ রানই দলের পক্ষে সর্বোচ্চ। মালিঙ্গার দ্বিতীয় শিকার হওয়া মাহমুদউল্লাহ করেছেন ৩১ রান। শেষ দিকে নামা অধিনায়ক মাশরাফি ৫ বলে অপরাজিত থাকেন ৯ রান করে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেন মাশরাফি। তবে বৃষ্টির কারণে খেলা শুরুতে দেরি হয়। খেলা দেরিতে শুরু হলেও ক্রিকেটপ্রেমীরা ঠিকই পেয়ে যান পড়ার মতো একটা সংবাদ। টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের মধ্যদিয়েই শেষ হয়ে যাবে তার আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার। মাশরাফি টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণাটি প্রথমে দিয়েছেন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে। পরে টস করতে গিয়েও বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পর আর টি-টুয়েন্টি খেলবেন না।

মাশরাফির এই অবসরের ঘোষণার ম্যাচ দিয়েই টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে পেস অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। কিন্তু অভিষেক ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগই পাননি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে দেওয়ার সুযোগ আছে বল হাতে। মেহেদী হাসান মিরাজকে টি-টুয়েন্টি অভিষেকের জন্য আরও অপেক্ষাই করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:০৪:২৫   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ