৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলন

Home Page » আজকের সকল পত্রিকা » ৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলন
সোমবার, ৩ এপ্রিল ২০১৭




 


আলেম-ওলামা মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি

বঙ্গ-নিউজঃ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামী ৬ এপ্রিলের আলেম-ওলামা মহাসম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইফা।অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি দেখতে গত রোববার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস আলহাজ মিজবাহুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাড. শেখ মো. আবদুল্লাহ ও ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এ সময় তারা অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ইফা মহাপরিচালক।

মহাপরিচালক বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক আলেম-ওলামার অংশগ্রহণে এটাই হবে সবচেয়ে বড় সম্মেলন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তার সঙ্গে ইফার পরিচালক মো. তাহের হোসেন, ইফা কল্যাণ সংস্থার সদস্য সচিব মু. হারুনুর রশীদ, উপ পরিচালকরা, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির কর্মকর্তা-কর্মচারী এবং ইফা কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ আলেম-ওলামা মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অনুমোদনক্রমে সম্মানিত মেহমান হিসেবে থাকবেন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইম এবং পবিত্র মসজিদুন নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম।

অনুষ্ঠানে যোগ দিতে তারা ছয় সদস্যের সৌদি প্রতিনিধিদল নিয়ে আগামী ৪ এপ্রিল ঢাকায় আসবেন।

ইফার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৬৫ হাজার শিক্ষক ও কর্মচারী, ৯০ হাজার প্রশিক্ষিত ইমাম, ৬১ হাজার ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১২:২০:৪৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ