আমিরাতের নারী শেখ হাসিনাকে ‘রোল মডেল’ স্পিকার বললেন

Home Page » আজকের সকল পত্রিকা » আমিরাতের নারী শেখ হাসিনাকে ‘রোল মডেল’ স্পিকার বললেন
সোমবার, ৩ এপ্রিল ২০১৭



                                             বঙ্গ-নিউজঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের জন্য ‘রোল মডেল’ অভিহিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী স্পিকার আমাল আল কুবাইসি।

ঢাকায় আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা কুবাইসি রোববার বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ইউএইর স্পিকার বলেন, আপনি আমাদের জন্য উল্লেখযোগ্য রোল মডেল।”

সন্ত্রাস-জঙ্গিবাদকে বড় সমস্যা হিসেবে দেখার কথা জানিয়ে আমিরাতের স্পিকার বলেন, তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে ভালবাসেন।

এসময় প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের নাম করে সন্ত্রাস-জঙ্গিবাদের নিন্দা জানান বলে জানান প্রেস সচিব।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতা তৈরির কথাও উল্লেখ করেন তিনি।

সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে ‘অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছে’ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। নিজে ও নিজের পরিবারের সন্ত্রাসের শিকার হওয়ার কথাও তুলে ধরেন তিনি।

দুই দেশের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা রাখার উপর গুরুত্বারোপ করেন কুবাইসি। সংসদ সদস্যদের সফর বিনিময়ের কথাও বলেন তিনি।

এদিন গণভবনে আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা ১৯ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার গণভবনে দেখা করেন।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশে আইপিইউ সম্মেলন যোগ দিতে আসায় তাদের ধন্যবাদ জানান এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১:০৫:৪০   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ