আসছে বাংলাদেশে পাকিস্তান , বিসিবিও দল পাঠাবে

Home Page » ক্রিকেট » আসছে বাংলাদেশে পাকিস্তান , বিসিবিও দল পাঠাবে
রবিবার, ২ এপ্রিল ২০১৭



musfiq vs pakistan

 

টা জাতীয় দল নয়।

আজ রোবাবার সিংহলিজ স্পোর্টস ক্লাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানরা। আলোচনা শেষে সংবাদ মাধ্যমকে এমন কথা জানিয়েছেন পাপন।

তিনি বলেন, ‘সিরিজ (বাংলাদেশ-পাকিস্তান) নিয়ে কোন অনিশ্চয়তা নেই। পাকিস্তান জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসবে। ওরা তো সব সময়ই চায় যে আমরা যাই।’

পাকিস্তানের দাবি অনুযায়ী দল পাঠানোর বিষয়ে পাপন বলেছেন, ‘জাতীয় দল পাঠানোর কোন সুযোগ নেই। বিকল্প কী করা যায় তা নিয়ে আমরা ভাবছি।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খানও। তবে সিরিজটা বাংলাদেশ অথবা অন্য কোথাও হতে পারে বলেছেন শাহরিয়ার খান, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা সিরিজ খেলব। সেটা বাংলাদেশের মাটিতে হতে পারে আবার তৃতীয় কোন দেশের মাটিতেও হতে পারে। এমন কি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাতেও খেলতে পারি আমরা।’

শাহরিয়ার এখানে যে সিরিজের কথা বলেছেন, সেটা আসলে তাদের হোম সিরিজ। জুলাই- আগস্টে যে সিরিজ খেলতে তারা বাংলাদেশে আসবে, এটি পূর্বানির্ধারিত সিরিজ।

এদিকে, পাকিস্তানে কোন দল পাঠানো হবে তা নির্দিষ্ট করে বলেননি নাজমুল হাসান পাপন। তবে পাকিস্তান বোর্ডের প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন হাই পারফরম্যান্স দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ। শাহরিয়ার খান বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে তাদের হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। তারা এখনো জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়।’

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৫   ৯৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ