শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই আইপিএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ!

Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই আইপিএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ!
রবিবার, ২ এপ্রিল ২০১৭



mustafiz is best emerging player of the iplবঙ্গ-নিউজঃ  শোনা যাচ্ছিলো এবারের আইপিএলে খেলবেন না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন খবর। ভারতের একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমকে মোস্তাফিজের দল সানরাইজার্সের কোচ টম মুডি বলেছেন যে, এপ্রিলের সাত তারিখেই দলে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।

এর আগে, এপ্রিলের ছয় তারিখে শেষ হবে শ্রীলঙ্কা- বাংলাদেশ সিরিজ। পরদিনই মোস্তাফিজ যোগ দিবেন আইপিএলে- মুডি বলছেন এ কথাই।

কদিন আগে ভারতেরই একটি সংবাদ মাধ্যম মোস্তাফিজুর রহমানের মন্তব্য ছেপে দিয়েছিলো। তাতে মোস্তাফিজ বলেছিলেন যে, এবারের আইপিএল তিনি বাদ দিতে পারেন। কারণ প্রথম ম্যাচে তিনি এমনিতেই থাকবেন না। তারপর শেষ দিকেও থাকতে পারবেন না।

সুতরাং তার কাছে নাকি মনে হয়েছে এবারের আইপিএল বাদ দেয়াই ভালো। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায় মাশরাফিরও পরামর্শ ছিলো জাতীয় দলের এতো ব্যস্ততার মধ্যে আইপিএল না খেলার।

পরে অবশ্য বাংলাদেশি সাংবাদিকদের কাছে মোস্তাফিজ আইপিএল না খেলা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা অস্বীকার করেন। তিনি জানান, আইপিএলে তিনি যাবেন।

সানরাইজার্সের কোচের দেয়া তথ্য মতে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষের পরদিনই হায়দরাবাদ ওড়ে যাবেন মোস্তাফিজ। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আর বাংলাদেশে নাও আসতে পারেন এই পেসার।

এ দিকে, আইপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে ওড়ে যাবে আয়ারল্যান্ড। সেখানে স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা। সব মিলিয়ে জাতীয় দলের অনেক ব্যস্ততার সময়ে আইপিএল খেলেও মোস্তাফিজ কতোটা ফিট থাকতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ