আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব নয়: সাবেক সিইসি

Home Page » প্রথমপাতা » আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব নয়: সাবেক সিইসি
শনিবার, ১ এপ্রিল ২০১৭






সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

 বঙ্গনিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। শনিবার (১ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বিএফডিসিতে নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ক এক বিতর্ক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের মাধ্যমে নির্বাচনি ব্যয় হ্রাস, কম সময়ে ভোটগ্রহণ, ভোট নষ্ট হওয়ার ঝুঁকি হ্রাসের মতো নানাবিধ সুবিধা থাকলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট রয়েছে বলে মনে করেন ড. এটিএম শামসুল হুদা। এ কারণেই ইভিএম ব্যবহার নিয়ে নানামুখী প্রশ্ন উঠছে বলে মন্তব্য তার।
দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাব রয়েছে বলে মনে করেন এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার। তাই রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্টদের এ বিষয়ে পর্যাপ্ত ধারণা প্রয়োজন। এসব বিবেচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ সম্ভব নয় বলে মনে করছেন তিনি।
ড. শামসুল হুদা আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকারের নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে আগামী কয়েক বছর ইভিএম-এর ব্যবহারের মাধ্যমে ভোটারদের এ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে হবে।’

যদিও নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইভিএম কেবল একটি উপাদান উল্লেখ করেছেন ড. এটিএম শামসুল হুদা। এর পাশাপাশি ভালো আইন, নির্বাচন কশিমনের দক্ষতা, নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতা, আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালন ও রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজন রয়েছে বলে অভিমত তার।

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল গ্রহণ না করার মানসিকতা দুঃখজনক। একই সঙ্গে বিজয়ীরা রাষ্ট্র ও সমাজের সবকিছুর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাই কেউ হেরে যাওয়ার ঝুঁকি নিতে চায় না।’

বিজয়ী বিতার্কিকদের ক্রেস্ট প্রদান করছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদাছায়া সংসদে সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি তাদের বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে। অনুষ্ঠান শেষে বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিতর্ক অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক আবু রইস, ড. এসএম মোর্শেদ এবং মোস্তাফিজুর রহমান খান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ