ক্ষমতাসীনদের নির্দেশেই পুলিশ নুরুকে হত্যা করেছে - খালেদা জিয়া

Home Page » জাতীয় » ক্ষমতাসীনদের নির্দেশেই পুলিশ নুরুকে হত্যা করেছে - খালেদা জিয়া
শনিবার, ১ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। এর আগে তাকে পুলিশ পরিচয়ে একটি গাড়িতে উঠিয়ে নেয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘

khaleda zia pic

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, ‘নুরু হত্যায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। সেদিন আর বেশি দূরে নয়। আমি নিহত নুরুল আলম নুরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে বেগম জিয়া বলেন, ‘পৈশাচিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বর্তমান সরকার রেহাই দিচ্ছে। তবে সেদিন আর বেশি দূরে নয়, যেদিন হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। ত্রাস সৃষ্টি করে জনগণকে ভয় পাইয়ে দেয়ার অপকৌশল নিয়েছে সরকার। এসব করে কোন লাভ হবে না।’

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘নুরুকে পুলিশ আটক করলেও অস্বীকার করেছে। পরে তাকে নির্দয়ভাবে হত্যা করে তার লাশ কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈয়াপাড়া এলাকায় ফেলে রাখা হয়। পুরো দেশকে গোরস্থান বানানোই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। দেশের মানুষ আজ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের প্রধান টার্গেট যুবক ও তরুণরা। সরকারের চলমান প্রাণঘাতী নৃশংসতার শিকার হয়েছেন ছাত্র নেতা নুরুল আলম নুরু। নুরু দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভুমিকা রেখেছেন। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হলো।’

বাংলাদেশ সময়: ১১:৩৭:৫৮   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ