তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের সেনাবাহিনী প্রধান ঢাকায়

Home Page » আজকের সকল পত্রিকা » তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের সেনাবাহিনী প্রধান ঢাকায়
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



 

  • ভারতের সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত (ফাইল ফটো)

বঙ্গ-নিউজঃ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে নয়টার দিকে বিশেষ বিমানযোগে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটিতে পৌঁছান তারা।

বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান কুর্মিটোলায় ভারতীয় সেনাবাহিনী প্রধান ও প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেনারেল বিপিন রাওয়াত। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্র সহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি। মুক্তিযুদ্ধের সময় জেনারেল রাওয়াত মিত্রবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

আগামীকাল (শনিবার) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ক্যান্টনমেন্টে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের সেনাবাহিনী প্রধান। এরপর যাবেন বগুড়ায়। এছাড়া বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ছাড়বে প্রতিনিধি দল।

২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। তার এ সফর দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ। এর আগে, ২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মাদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৯   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ