আত্মার টানে যুবরাজ আসিফ আকবরের সাথে ভালবাসার সন্ধি

Home Page » বিনোদন » আত্মার টানে যুবরাজ আসিফ আকবরের সাথে ভালবাসার সন্ধি
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



img_20170330_222601_306.jpg ইমন আহম্মেদ- বঙ্গ-নিউজঃ দৈনিক আমাদেরসময়-পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভকামনা জানালেন বাংলা গানের সম্রাট আসিফ আকবর। ইউটিউব এর ২০১৭ সালের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করা গান “আগুন” দিয়ে নিজের চমৎকার পারফারমেন্স শুরু করেন গায়ক আসিফ,,সঙে ছিলেন আগুন গানের মডেল নায়ক আসিফ ও নায়িকা আফ্রি। যুবরাজ আসিফ উনার অসাধারন পারফারমেনস শেষ করেন “চলোনা ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে” জনপ্রিয় গানটি দিয়ে! উনার গানের প্রসঙে উনার একনিষ্ঠ ভক্ত Omor Sany বলেন, একজন সংঙীত শিল্পীর মধ্যে যা যা গুনাগুন থাকা দরকার,, তার সবকিছুই “যুবরাজ” আসিফ আকবরের মধ্যে বিদ্যমান,,উনি কোটি বাঙালির আইকন,,উনার মধুভরা,মায়াভরা,,ভরাট কণ্ঠ,, প্রতিদিনই কোটি মানুষকে আকর্ষিত করে,,উনি আমার আত্মার সাথেই একাত্মভাবে মিশে থাকেন,একজন আসিফ শুধু আমার একার না,সারা বাংলার প্রতিটি মানুষের,সারা বাংলার প্রতিটি বিন্দু বিন্দু মাটির কনার,,আমরা গর্বিত বাঙালি। বাংলা গানের “যুবরাজ” আসিফ আকবরের মত একজন সত্যবাদী,নির্ভীক,,প্রকৃত দেশপ্রেমিক কে পেয়ে,,আসিফ আকবর এমন একজন মানুষ যার জন্য কোটি কোটি পাগল ভক্তগন দেশ - বিদেশে পাগলামী করে থাকে,,এটা আসলেও পিওর ভালবাসার পাগলামি,,যা কখনো অন্য কোনো সঙীত শিল্পীর জন্য করতে দেখা যায়না। তাই বলা যায়, আসিফ আকবর আমাদের অহংকার, আমাদের গর্ব,এবং আমরাও গর্বিত। “আসিফ” নামের একজন রত্নকে পেয়ে,,আমি একজন গর্বিত বাঙালি,,কারন আমি একজন আসিফিয়ান মহান আল্লাহ পাকের কাছে একটাই প্রার্থনা আসিফ নামের এই আগুনকে আপনি দীর্ঘায়ু দান করুন!——-আসিফ আকবরের আর একজন পাগল ভক্ত ফরিদ খান বলেন, আসিফ আকবরের প্রতিটি দেশের গান জালাময়ী রক্তক্ষরণ,,শুধু তাই নয় যেকোন ধরনের গানেই চমক সৃষ্টি করেন আমাদের প্রিন্স,,আর এক ভক্ত জালাল উদ্দীন রুমি বলেন দাপটময়ী এক অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী আসিফ আকবর,, যিনি সর্বদা মিশে থাকেন আমার হৃদয়ের গহীনে,,তার ভক্ত নবী আসিফ বলেন বাংলার মানুষ কমপক্ষে যুবরাজ কে ১০০ বছর মনে রাখবেন,কেনই বা রাখবেনা??? মনে করিয়ে দিবে বারবার তার ভরাট কণ্ঠ,, দেশপ্রেম,,ন্যায়নীতি ও সত্যবাদীতা,এম আর খোকন বলেন হয়তোবা উনাকে কখনো দেখিনি,, কিন্তুু উনি আমাকে প্রতিদিনই আকর্ষন করেন,সবসময় আমি উনার দীর্ঘায়ু ও মঙল কামনা করি,রাশেদ মজুমদার বলেন,,,হাজারো বছর বেচে থাকুক আমাদের বাংলা গানের যুবরাজ আসিফ আকবর,,কেননা আসিফ আমাদের অহংকার,,
উনার আরো পাগল ভক্তগনের মধ্যে ,,সপ্নবিলাসী ইমন,,ফারুক আহম্মদ,, রুবেল আসিফ,,রাশেদ মজুমদার,,,মাহমুদুল হাসান সবুজ,,নাসির,,সপ্না সিড়ি, সাইদুল আযম, ইমন, জান্নাতুল ফেরদৌস আখি,,আল হাসান, জান্নাতুল ফেরদৌস, সাইফুল আহমেদ সূর্য সহ আরো অনেকেই উনার দীর্ঘায়ু কামনা করেন।
বিঃদ্র- ছবিতে যুবরাজ আসিফ আকবর, ফরিদ আহমেদ ও ওমর সানী
কৃতঙ্গতা ওমর সানী

বাংলাদেশ সময়: ০:২২:৩২   ৬৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ