বৃষ্টির পর জঙ্গি আস্তানায় আবারো অভিযান

Home Page » প্রথমপাতা » বৃষ্টির পর জঙ্গি আস্তানায় আবারো অভিযান
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭



 বঙ্গনিউজঃ আবহাওয়ার বৈরী ভাব স্বাভাবিক হওয়ার পর ফের মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় আবারো অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বৃহস্পতিবার জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারো অভিযান চালাচ্ছে।

 

soat team police

 সকাল ১০টার দিকে পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যরা একাধিক যানবাহনে করে নাসিরপুরের জঙ্গি আস্তানার এসে পৌঁছেছে। বৃহস্পতিবার ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে জঙ্গি আস্তানায় অভিযান বিঘ্নিত হয়। জঙ্গি আস্তানার আশেপাশের এলাকায় এখনো ১৪৪ ধারা জারি রয়েছে।

অভিযান চলাকালে গতকাল রাতে একজন পুলিশ কর্মকর্তা জানান, রাতের অন্ধকারে অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে সকাল থেকে বড় পরিসরে অভিযান চলবে। তবে রাতভর সতর্ক পাহারা থাকবে ওই আস্তানা ঘিরে। আর এরই মাঝে আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সকালে অভিযান পরিচালনা করাটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টি উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি আস্তানা দুটি ঘিরে রাখে। তবে সকাল ৯টার পর থেকে বৃষ্টি থামতে শুরু করলে ফের অভিযান নামে আইনশৃঙ্খলা বাহিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে বিপুল সংখ্যক পুলিশ ওই আস্তানা দুটি ঘিরে রাখে। এর মধ্যে একটি বাড়ির অবস্থান মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে। অন্য বাড়িটি মৌলভীবাজার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরপুর নামক গ্রামে অবস্থিত। এ দুই জঙ্গি আস্তানায় গতকাল থেকেই ‘অপারেশন হিট ব্যাক’ শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট টিম যৌথেভাবে এ অপারেশন চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫০   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ