আসাদউদ্দিন ওয়াইসি ১০০ ক্ষমতাধর ভারতীয় এর মধ্যে ৫৮ নম্বরে

Home Page » এক্সক্লুসিভ » আসাদউদ্দিন ওয়াইসি ১০০ ক্ষমতাধর ভারতীয় এর মধ্যে ৫৮ নম্বরে
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭



 

বঙ্গ-নিউজঃ ভারতে ক্ষমতাশালী একশ’ ব্যক্তিত্বের মধ্যে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ৪৭ বছর বয়সী ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ৫৮ নম্বরে রয়েছেন। দিল্লি থেকে প্রকাশিত একটি দৈনিকে ২০১৭ সালে ১০০ সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়’র তালিকায় ওয়াইসিকে ৫৮ নম্বরে রাখা হয়েছে।

ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি দেশের ক্ষমতাশালী নারীদের মধ্যে চতুর্থ নম্বরে রয়েছেন। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি টি এস ঠাকুর ১১ নম্বরে আছেন। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলামনবী আজাদ রয়েছেন ২৮তম স্থানে। ওই তালিকায় দেশের ৪ বর্তমান মুখ্যমন্ত্রী, দু’জন সাবেক মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের চেয়ে আগে রয়েছেন।

অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৬৩ তম স্থানে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৬৫তম স্থানে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৭২তম স্থানে এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ৯৪তম স্থানে রয়েছেন। অন্যদিকে, শিবসেনা প্রধান রয়েছেন ৬৮তম স্থানে।

তিনবার এমপি নির্বাচিত হওয়া আসাদউদ্দিন ওয়াইসি নিজেকে হিন্দুত্ববাদ বিরোধী কণ্ঠস্বরে পরিণত করছেন। তার ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বিজেপি-শিবসেনাশাসিত মহারাষ্ট্রে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন দল শক্তিশালী হচ্ছে।

ওই তালিকার প্রথম দিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, অর্থমন্ত্রী অরুণ জেটলি, শিল্পপতি মুকেশ আম্বানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীরা রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ১৪ নম্বরে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ