মোরেলগঞ্জে ট্রলার ডুবে চার নারীর মৃত্যু

Home Page » আজকের সকল পত্রিকা » মোরেলগঞ্জে ট্রলার ডুবে চার নারীর মৃত্যু
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



মোরেলগঞ্জে ট্রলার ডুবে চার নারীর মৃত্যুবঙ্গ-নিউজঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীতে একটি ট্রলার ডুবে অন্তত চার নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থানাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

নিহত চারজন হলেন বিউটি (৩৮), পেয়ারা (৫০), সুফিয়া (৭৫) ও নাদিরা (৪৪)।

স্থানীয়রা জানিয়েছে, একটি দ্রুতগতির নৌযানের ঢেউয়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনার পর থেকে পুলিশ, দমকল বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

এ ব্যাপারে মোরেলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিঠু বলেন, দুর্ঘটনার পর চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, ৫০-৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি ছোলমবাড়িয়া ঘাট থেকে পুরাতন থানাঘাটে যাচ্ছিল। ঘাটের কাছে পৌঁছানোর পর ডুবে যায়।

এ প্রসঙ্গে মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, চার লাশ ছাড়াও আহত তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক নারী ও শিশুকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য এক নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে জেলা প্রশাসন পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, কমিটিকে কার গাফলতিতে কিভাবে ট্রলারটি ডুবল তা তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে জেলা প্রশাসনের তিন কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের একজন করে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৪   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ