ঢাকা আসার পথে বিস্ফোরকসহ দুজন গ্রেপ্তার

Home Page » প্রথমপাতা » ঢাকা আসার পথে বিস্ফোরকসহ দুজন গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



 বঙ্গ-নিউজঃ  চলতি মাসে রাজধানীর আশকোনায় র‍্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে ‘আত্মঘাতি’ বিস্ফোরণে একজন এবং বিমানবন্দর মোড়ে পুলিশের চেকপোস্টে এমন আরেক বিস্ফোরণে আরেকজন মারা যায়। এর মধ্যেই রাজশাহী থেকে ঢাকা আসার পথে বিস্ফোরকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

rajshahi map

২৮ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরের শিরোইল বাস টার্মিনালে বাসে তল্লাশির সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা বিস্ফোরকের ওজন ৫ কেজি। গ্রেপ্তারকৃত দুজন হলেন আবদুল লতিফ (৩৫) ও সাকিরুল ইসলাম (৩০)। সাকিরুলের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে আর লতিফের বাড়ি কুমিল্লা জেলায়।

জানা গেছে, আটককৃত লতিফ এবং সাকিরুলকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনারের (পশ্চিম) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ বলছে, সোমবার রাতে রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে শিরোইল বাস টার্মিনালে নিয়মিত তল্লাশি করছিল। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ১১টার দিকে বাসের দুই যাত্রীর কাছে বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান বলেন, ‘উদ্ধারকৃত বিস্ফোরকগুলো দেখে মনে হচ্ছে এসব গানপাউডার। পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নাশকতা করতে বিস্ফোরকগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ