আতিয়া মহলে ফের বিস্ফোরণ

Home Page » আজকের সকল পত্রিকা » আতিয়া মহলে ফের বিস্ফোরণ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



আতিয়া মহলে ফের বিস্ফোরণ

বঙ্গ-নিউজঃ ফের সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে পরপর চারটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভবনটিতে জঙ্গিদের পেতে রাখা বোমাগুলো নিষ্ক্রিয়করণের সময় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ভবনটিকে জঙ্গিমুক্ত করার পর বর্তমানে সেখানে পেতে রাখা বোমা ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণের কাজ করছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
এর আগে মঙ্গলবার সকালে আতিয়া মহল থেকে নিহত চার জঙ্গির মধ্যে অবশিষ্ট দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে প্যারা কমান্ডো সদস্যরা। এরপর তাদের লাশ ‍পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাশাপাশি দুপুর বারোটার দিকে সোমবার রাতে উদ্ধার দুই জঙ্গির মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। সেখানে তাদের সুরতহাল করা হয়। সুরতহালে দেখা গেছে লাশগুলোর বয়স ২২ থেকে ৩২ এর মধ্যে। বর্তমানে মরদেহ দু’টির ডিএনএ টেস্ট হচ্ছে ডা. শামসুল আলমের নেতৃত্বে। এছাড়া আতিয়া মহল থেকে আরো দুই জঙ্গির লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।
এদিকে আতিয়া মহলকে কেন্দ্র করে শিববাড়ি এলাকার তিন বর্গ কিলোমিটার জুড়ে নিরাপত্তা আগের মতোই জোরদার রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোটামুটি নিস্তব্দই ছিলো আতিয়া মহল ও সংলগ্ন শিববাড়ি এলাকা।
মঙ্গলবার দুপুরের বিকট শব্দের পূর্ব মুহূর্ত পর্যন্ত তেমন কোনো ঘটেনি সেখানে। ওই এলাকায় জারি করা ১৪৪ ধারা বলবৎ আছে এখনও। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া জনসাধারণের চলাচলে এখনও কড়াকড়ি চলছে। মিডিয়া কর্মীদেরও আশপাশে ভিড়তে দেয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২৪   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ