‘মরিয়া’ শ্রীলঙ্কাকে সুযোগ দিতে চান না মাশরাফি

Home Page » ক্রিকেট » ‘মরিয়া’ শ্রীলঙ্কাকে সুযোগ দিতে চান না মাশরাফি
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



কলম্বো টেস্টে বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কা ক্রিকেটের মৃত্যু ঘোষণা করেছিল দেশটির একটি পত্রিকা। আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর ‘কিছুতেই এই হার মেনে নেওয়ার মতো নয়’ ইত্যাদি লিখে মাথা ঝেড়েছে লঙ্কান মিডিয়া। শুধু মিডিয়া নয়, কোন শ্রীলঙ্কানই বাংলাদেশের বিপক্ষে এমন পরাজয় হজম করতে পারছেন না হয়তো। সিরিজে ঘুরে দাঁড়াতে আজ দ্বিতীয় ওয়ানডেতে সম্ভাব্য সব কিছুই যে করতে চাইবে স্বাগতিকরা, এটা বোঝার জন্য ক্রিকেটবোদ্ধা হতে হয় না। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ‘মরিয়া’ সুযোগ দিতে চান না। নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে আজই ওয়ানডে সিরিজ জয়ের উৎসব করতে চান বাংলাদেশ দলপতি।

mashrafe srilanka

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘আমি জানি, ওরা (শ্রীলঙ্কা) আপ্রাণ চেষ্টা করবে সিরিজে ফিরতে। ওরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই চাইবে প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলেতে। আমাদের কাজ হবে পরিকল্পনাগুলো ঠিকঠাক মত মাঠে বাস্তবায়ন করা।’

বাংলাদেশের রঙিন পোশাকের অধিনায়ক যোগ করেছেন, ‘আমার পুরোপুরি বিশ্বাস আছে, আমরা আমাদের সেরাটা খেলব। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি অবশ্যই সেরা সুযোগ থাকবে সিরিজ জেতার।’

বাংলাদেশ নিজের সেরাটা দিয়ে খেলতে পারলে সিরিজের বাকি যে কোন ম্যাচই শ্রীলঙ্কার জন্য জেতা কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কানরাও মানছেন এই কথা। কিন্তু মাশরাফি অতোদূর তাকাতে চান না।

প্রথমে আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করা, তারপর অন্য চিন্তা জানিয়ে মাশরাফি বলেন, ‘সিরিজ জিতলে আমাদের জন্য ভালো ইম্প্যাক্ট হবে। এর আগেই আমি ৩-০ তে যেতে চাই না। একটা ম্যাচ জিতলেই ৩-০, ৩-০ শুনে ফেলি। এটা খেলোয়াড়দের জন্য বাড়তি একটি চাপ। আমার মতে, এর বাইরে থাকা ভালো।’

‘ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে মনোযোগ দেওয়া উচিত।’ বলেছেন বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ জেতানো এই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৪   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ