বাংলাদেশের সঙ্গে আসাম সীমান্ত বন্ধ করছে ভারত

Home Page » জাতীয় » বাংলাদেশের সঙ্গে আসাম সীমান্ত বন্ধ করছে ভারত
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হবে বলে জানানোর একদিন পর রোববার (২৬ মার্চ) ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্ত বন্ধের চূড়ান্ত সময় নির্ধারণ করে দিয়েছে।

bangladesh India border

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসাম প্রদেশের সঙ্গে বাংলাদেশের ২২৩ দশমিক ৩ কিলোমিটার সীমান্ত পুরোপুরি বন্ধ করতে এক বছরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে আগামী জুনের মধ্যে সীমান্ত বন্ধের কাজ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছে ভারত।

ভারত সরকারের দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে, ভারত ইতোমধ্যে বাংলাদেশের-ভারত সীমান্তে ৪ হাজার ৩৭৪ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণসহ ৫ হাজার ৩২৯ দশমিক ৬ কিলোমিটার এলাকায় ফ্লাডলাইট ও ২ হাজার ৪২০টি বর্ডার আউস্ট পোস্ট স্থাপন করা হয়েছে। আর এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ-আসাম সীমান্তের ৬০ দশমিক ৭ কিলোমিটার এলাকার অন্তত ১২২ স্থানে কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই। ফলে চোরাই পথে মালামালসহ মানুষ এখান দিয়ে যাতায়াত করে।

সদ্য অনুষ্ঠিত রাজ্য সরকার নির্বাচনে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে বাংলাদেশের সঙ্গে আসাম সীমান্ত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য বিজেপি। নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার আসাম রাজ্যের ক্ষমতায় আসার পর তাই নতুন এ কঠোর সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে রোববার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামী জুন মাসের মধ্যে নদীমাতৃক ও স্থল সীমান্তে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা পুরোপুরি স্থাপন করার নির্দেশ দেওয়া হয়।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র এক মুখপাত্র এনডিটিভিকে জানান, চলতি বছর জুনের মধ্যে বাংলাদেশ-আসাম সীমান্ত পুরোপুরি বন্ধের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও সিপিডব্লিউডির অতিরিক্ত মহাপরিচালক (সীমান্ত) সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ৮:০৫:২২   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ