‘সব জঙ্গীর গায়ে ছিলো সুইসাইডাল ভেস্ট’

Home Page » প্রথমপাতা » ‘সব জঙ্গীর গায়ে ছিলো সুইসাইডাল ভেস্ট’
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭



sylhet atia vaban militant

বঙ্গ-নিউজঃ আতিয়া মহলে নিহত সব জঙ্গীর গায়ে সুইসাইডাল ভেস্ট পরা ছিলো বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। অভিযানের তৃতীয় দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, অভিযানের সময় জঙ্গিরা এই সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিস্ফোরণের শব্দই সকাল থেকে পাওয়া যাচ্ছিলো।

এর আগে সিলেটের সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত ‘আতিয়া মহলে’ অভিযান পরিচালনা করে চারটি মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে এসে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান,

ব্রিফিংয়ে বলা হয়, আতিয়া মহলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে প্রাথমিক অভিযান শেষ হয়েছে। ভবনটির নিচতলা থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটো মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটো মরদেহে আত্মঘাতি বেল্ট লাগানো ছিল।

সেনা কর্মকর্তা বলেন, ‘পুরো ভবনে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। দেখে শুনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ ধারণা করা হচ্ছে ভবনটি নিচতলায় আর কেউ জীবিত নেই।

ব্রিফিংয়ে বলা হয়, ভবনটির নিচতলায় যারা ছিলেন তারা অত্যন্ত প্রশিক্ষিত। এদিকে সোমবার দুপুরে অভিযান শুরুর আগে ভয়াবহ বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা যায়।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার পাঠানপাড়ায় পাঁচতলা বিশিষ্ট দুটি ভবনই হলো ‘আতিয়া মহল’। বাড়িটিতে জঙ্গি আস্তানা আছে এমন সন্দেহে ২৩ মার্চ বৃহস্পতিবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর শুক্রবার অভিযানে যোগ দেয় সোয়াত ও সেনাসদস্যরা। ওইদিনই দুপুর থেকে জঙ্গি দমনে শুরু হয় কমান্ডো অভিযান ‘টোয়াইলাইট’।

বাংলাদেশ সময়: ৬:৪০:৩২   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ