সকাল থেকে আতিয়া মহলে গোলাগুলির শব্দ

Home Page » জাতীয় » সকাল থেকে আতিয়া মহলে গোলাগুলির শব্দ
সোমবার, ২৭ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: সিলেটের ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে সোমবার সকাল থেকেই গোলাগুলির শব্দ শোনা গেছে। সকাল ছয়টার দিকে প্রথমবার গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা টানা এক ঘণ্টা চলে।

firing sound all around atia mahal sylhet

এরপর কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার গোলাগুলির শব্দ শোনা যায়। এতে হতাহতের কোনো তথ্য সংবাদ মাধ্যমে আসেনি। আজ বিকেলে আজকের অভিযান বিষয়ে সেনাবাহিনী ব্রিফিং করতে পারে বলে জানা গেছে।

এ দিকে আতিয়া মহল ঘিরে নিরাপত্তার আরো কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আক্রান্ত ভবনটির দুই বর্গকিলোমিটার এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এলাকাবাসী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, রোববার রাতেও থেমে থেমে গোলাগুলি হয়েছে। সকালে এলাকাবাসীর ঘুম ভেঙেছে গোলাগুলির শব্দেই। কিন্তু এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য কেউ দিতে পারেনি।

গতকাল, রোববার সেনাবাহিনী জানায়, তাদের অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছে। তবে ভিতরে আরো জঙ্গি থাকতে পারে বলে ধারণা সেনাবাহিনীর।

আরো জানানো হয়েছে, পুরো ভবনে বিস্ফোরক ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে অভিযান চালাতে হচ্ছে খুব সাবধানে। এ ছাড়া অস্ত্র ও বোমা বিষয়ে জঙ্গিদের ভালো ধারণা থাকার কারণেও অভিযানে অবলম্বন করতে হচ্ছে বিশেষ সাবধানতা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে সিলেটের সুরমার আতিয়া মহল ঘিরে রাখা হয়েছে। দুদিন আগে পাশাপাশি দুটি ভবন থেকে বেশ কয়েকজন সাধারণ নাগরিককে উদ্ধার করেছে সেনবাহিনী।

এতো দীর্ঘদিন ধরে বাংলাদেশে আর কোনো জঙ্গি বিরোধী অভিযান হয়নি এবং এতো রক্তক্ষয়ী অভিযানও নজিরবিহীন। এই অভিযান প্রথমে পরিচালনা করার কথা ছিলো সোয়াতের। কিন্তু পরে সেনাবাহিনী অভিযান পরিচালনার দায়িত্ব নেয়। সোয়াত ও পুলিশ সেনা বাহিনীর অধীনে এই অভিযানে সম্পৃক্ত আছে।

বাংলাদেশ সময়: ১২:৫১:২১   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ