মাইক্রোসফট পানির নিচে তথ্য ভাণ্ডার করবে

Home Page » প্রথমপাতা » মাইক্রোসফট পানির নিচে তথ্য ভাণ্ডার করবে
সোমবার, ২৭ মার্চ ২০১৭



microsoft bassবঙ্গ-নিউজঃ প্রযুক্তির এ দুনিয়ায় অসম্ভব বলে কিছুই যেন নেই। সব কিছুই চলে এসেছে মানুষের হাতের নাগালে। প্রযুক্তির সহায়তায় সমুদ্রের তলদেশেও প্রশস্ত পথ আবিস্কার করেছে মানুষ। সেই প্রযুক্তির হাত ধরেই এবার পানির নিচে তথ্য ভাণ্ডার স্থাপন করার কাজ করতে যাচ্ছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

জানা গেছে, সমুদ্র ও তার পার্শ্ববর্তী মানুষদের প্রযুক্তিগত সেবা প্রদানের লক্ষ্যে সমুদ্রের পানির নিচে ডেটা সেন্টার বা তথ্য ভাণ্ডার করার বিষয়টি নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। প্রজেক্টটি সফল হলে এ থেকে পৃথিবীর কোটি কোটি সমুদ্রের তীরবর্তী মানুষকে সহজেই সেবা দিতে পারবে মাইক্রোসফট।

মাইক্রোসফট প্রকল্পটির নাম দিয়েছে ‘প্রজেক্ট ন্যাটিকক’। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্লাউড সেবা দেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, পানির নিচে প্রতিষ্ঠানটির তথ্য ভাণ্ডার করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এখন কৌশলগত সুবিধার জন্য বিভিন্ন অদ্ভুত জায়গা বেছে নিচ্ছে। আর এ ধারাটি সুইডেনের লুলিয়াতে তথ্য ভাণ্ডার স্থাপন করে ফেসবুক জারি করেছে বলে দাবী করছে তারা। পাশাপাশি আয়ারল্যান্ডের ক্লোনিতে আরেকটি তথ্য ভাণ্ডার স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুক। তবে এ ক্ষেত্রে পিছিয়ে নেই সার্চ জায়ান্ট গুগলও। ফিনল্যান্ডের হামিনাতে গুগলের ডেটা সেন্টার কুলিং সিস্টেম হিসেবে সমুদ্রের বায়ুকে কাজে লাগাচ্ছে গুগল।

বাংলাদেশ সময়: ৯:৪৮:২১   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ