মাশরাফির ব্যাট যদি সিরিজেও হাসে…

Home Page » ক্রিকেট » মাশরাফির ব্যাট যদি সিরিজেও হাসে…
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭



একের পর এক ইনজুরির ঝড় না এলে মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারটা কেমন হতো— এটাই বোধহয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চর্চিত ব্যাপার। কিন্তু কী হলে কী হতো; এ সব কথা শেষ পর্যন্ত কোনো অর্থই বহন করে না। তারপরও ব্যাট হাতে মাশরাফি যখন মাঝে মাঝে জ্বলে উঠেন, তা তো সমর্থকদের মনে একটা আফসোসের চোরাস্রোত ঠিকই বইয়ে দেয়।

mashrafe changing himself

শ্রীলঙ্কার বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও যেমন জ্বলে উঠলেন ‘ব্যাটসম্যান’ মাশরাফি। খুনে মেজাজের ব্যাটিংয়ে করলেন ৩৫ বলে ৫৮ রান। চারটি করে চার ও ছয়।

এমন ব্যাটিং নিশ্চয় পুরোদস্তুর ব্যাটসম্যানদের জন্যই ঈর্ষণীয়। মাশরাফির এই ইনিংসের কল্যাণেই মূলত ৩৫২ রানে গিয়ে ঠেকে বাংলাদেশের ইনিংস। মাহমুদুল্লাহর সঙ্গে তার জুটিটিরও দারুণ অবদান ছিলো প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মোট সংগ্রহে।

ম্যাচটি বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেলেও মাশরাফির ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে সমর্থক- মনে। একই সঙ্গে জাগিয়েছে প্রত্যাশাও— মাশরাফি যদি সিরিজেও এভাবেই জ্বলে উঠেন, যদি হেসে উঠে তার ব্যাট; তাহলে কেমন হবে?

২৫ মার্চ থেকে ডাম্বুলায় শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজে মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকবে দুই দলের ব্যাটিং। ব্যাটিংয়ে যারা এগিয়ে থাকবে, ম্যাচ শেষের হাসিটাও হবে তাদেরই। প্রস্তুতি ম্যাচের উইকেট অন্তত দিচ্ছে সে রকম ইঙ্গিতই। আবার দুই দলের স্পিনাররাও রাখতে পারেন অগ্রণী ভূমিকা।

বাংলাদেশ সময়: ১২:৩৭:১৫   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ