হ্যাকারদের কবলে বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট

Home Page » অর্থ ও বানিজ্য » হ্যাকারদের কবলে বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির কোনো সুরাহা এখনো হয়নি, এরই মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ব্যাপারটি জানিয়েছেন।

bangladesh bank logo

ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়া ছাড়াও একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে ই-মেইল পাওয়ার কথা জানিয়েছেন শুভঙ্কর সাহা। তিনি জানান, ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সব বিভাগের সব কর্মকর্তাকে ভুয়া ই-মেইলটি না খোলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া এই ভুয়া ই-মেইলটি অন্য কারও কাছে ফরোয়ার্ড না করার ব্যাপারেও সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।

ভুয়া ই-মেইলের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না এই ব্যাপারে শুভঙ্কর সাহা জানান, ভুয়া ই-মেইলের ব্যাপারে কোনও তদন্ত হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এবার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হলেও অর্থ চুরির মতো কোনোরকম ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক। এই ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একটি ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিলো। হ্যাকড হওয়া ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ঠিকানায় ভুয়া বার্তা পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৯   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ