মুফতি হান্নানসহ ৩ জঙ্গির রিভিউ খারিজের রায় প্রকাশ

Home Page » প্রথমপাতা » মুফতি হান্নানসহ ৩ জঙ্গির রিভিউ খারিজের রায় প্রকাশ
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



 

বঙ্গ-নিউজঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির রিভিউ খারিজের রায় প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে প্রকাশিত এই রায় এখন আপিল বিভাগ থেকে হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগ থেকে বিচারিক আদালত ও কারাগারে যাবে। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান বলেন, রিভিউ খারিজের রায় মুফতি হান্নানসহ ৩ জনকে পড়ে শোনানো হবে। এরপর আমরা তাদের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইবো। প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি হলেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের দিনক্ষণ ঠিক করাসহ পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে।

মুফতি আব্দুল হান্নান ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ও শরিফ শাহেদুল আলম।

সম্প্রতি টঙ্গীতে মুফতি হান্নানকে বহন করা প্রিজনভ্যানে বোমা নিক্ষেপের ঘটনার পর কারাগারের ভেতরেও কড়া নিরাপত্তা বেস্টনিতে রাখা হয়েছে তাদের। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাদের অবস্থান জানাচ্ছে না কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। মাজার থেকে বের হবার সময় তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ