মুন্সীগঞ্জে পানিতে ভাসছে আলু

Home Page » অর্থ ও বানিজ্য » মুন্সীগঞ্জে পানিতে ভাসছে আলু
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



বৃষ্টির পানিতে ভাসছে আলুবঙ্গ-নিউজঃ টানা তিন দিনের বৃষ্টির পানিতে মুন্সীগঞ্জের বিক্রমপুরের আলুক্ষেত এভাবেই নষ্ট হয়ে যায়।

দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কৃষকদের চোখে এখন কষ্টের পানি। টানা তিন দিনের বৃষ্টিতে আলুক্ষেতগুলো ভাসছে। অনেক কৃষক পাম্প লাগিয়ে পানি সরানোর চেষ্টা করছে। গত সপ্তাহে টানা তিন দিন বৃষ্টির কারণে ক্ষেতের আলুতে পচন ধরেছে। বৃষ্টির আগে বিভিন্ন হিমাগার (কোল্ড স্টোরেজ) ঘুরে দেখা গেছে, একেকটি হিমাগারে ২০-২২ হাজার বস্তা আলু উঠেছে। কৃষকরা মাত্রই আলু তুলতে শুরু করেছিল। কিন্তু টানা তিন দিন বৃষ্টির পর গত শনিবার আবার মুষলধারে বৃষ্টি হয়। এ শিলাবৃষ্টিতে আলু চাষিদের যেন মড়ার ওপর খাঁড়ার ঘা পড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ বছর জেলার ছয়টি উপজেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। ২৬ হাজার ৭২০ হেক্টর জমির আলু কৃষকরা তুলতে পারলেও বাকি জমির আলু বৃষ্টির কারণে তুলতে পারেনি। এতে কৃষকদের মাথায় হাত পড়েছে। গজারিয়া, সিরাজদিখান, লৌহজং, সদর, টঙ্গিবাড়ী ও শ্রীনগর উপজেলায় সর্বত্র চলছে কৃষকের মাতম।

গত শনিবার দেখা গেছে, কৃষকরা তাদের ক্ষেতের আইল কেটে পানি সরিয়ে আলু তুলতে শুরু করেছে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি হওয়ায় আলু মাথায় নিয়ে দিগ্বিদিক ছুটতে থাকে তারা। তুলে রাখা আলুগুলোও বৃষ্টির পানিতে কাদাময় হয়ে যায়।

টঙ্গিবাড়ী উপজেলার গনাইসার গ্রামের কৃষক মোতালেব বলেন, ‘এবার এক কানি (দেড় হেক্টর) জমিতে আলু চাষ করছিলাম, এর আগে বৃষ্টিতে সাত গণ্ডা (৪৯ শতাংশ) জমির আলু পচে নষ্ট হয়েছে। শনিবার আলু তুলতে শুরু করেছিলাম; কিন্তু হঠাৎ বৃষ্টি আসাতে জমিতে পানি জমে গেছে। ’

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৫   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ