জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম ??

Home Page » এক্সক্লুসিভ » জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১০তম ??
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



beautiful bangladesh এর চিত্র ফলাফলবঙ্গ-নিউজঃ বিশ্বের সুখী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। ওই তালিকায় ১৫৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম। এই অবস্থান গত বছরের সমান। অর্থাৎ ২০১৬ সালে প্রকাশিত তালিকাতেও বাংলাদেশ ১১০তম অবস্থানে ছিলো।

জাতিসংঘের ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক’ (এসডিএসএন) থেকে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭-তে বাংলাদেশের এমন অবস্থান দেখা গেছে।

এই বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ের নাম। গত বছর এই অবস্থানে ছিলো ডেনমার্ক। তবে শীর্ষে থাকতে না পারলেও ডেনমার্ক এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকায় ডেনমার্কের পর পরই রয়েছে আইসল্যান্ড ও সুইজারল্যান্ড। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ও ইয়েমেন রয়েছে তালিকার একদম নিচে।

১৫৫টি দেশের বিভিন্ন তথ্য নিয়ে তৈরি করা এমন তালিকার ব্যাপারে এসডিএসএন পরিচালক জেফ্রে স্যাকস বলেন, পৃথিবীতে সুখী দেশগুলোর মাঝে এক ধরনের ভারসাম্য আছে। প্রায় সব সুখী দেশেই অসমতা কম।

তিনি বলেন, এই তালিকা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দেশগুলো যেনো তাদের নাগরিকদের কল্যাণে আরও যত্নবান হতে পারে।

তালিকায় আইসল্যান্ড ও সুইজারল্যান্ডের পর পরই রয়েছে ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সুইডেন। যুক্তরাষ্ট্র এই তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে। জার্মানি ১৬তম। আর যুক্তরাজ্য ও ফ্রান্স যথাক্রমে ১৯ ও ৩১তম অবস্থানে। তালিকার একদম নিচে রয়েছে দক্ষিণ সুদান, লাইবেরিয়া, গিনি, টোগো, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, বুরুন্ডি এবং মধ্য আফ্রিকান রিপাবলিক।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৫০   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ