ঢাকা কলেজ কে বিশ্ববিদ্যালয় রুপান্তরের দাবিতে আন্দোলন

Home Page » প্রথমপাতা » ঢাকা কলেজ কে বিশ্ববিদ্যালয় রুপান্তরের দাবিতে আন্দোলন
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



Image may contain: 11 people, crowd and outdoorবঙ্গ-নিউজ (ঢাকা কলেজ প্রতিনিধি)ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থাকতে চায় না ঢাকা কলেজ। ঢাবির অধীন থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেছে কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সায়েন্স ল্যাবরেটরি থেকে একটি মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়।
কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের সেরা সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ অন্যতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন আমাদের কলেজ প্রথমস্থানে ছিল। এ জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চাই না। আমাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে।’
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার পরে কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যায়, কিন্তু তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে ওই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে সবাই এর প্রতিবাদ করে।
তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকাতুর রহমান।
এ বিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ আনামুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১:১২:১৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ