সাকিব: কাজটা সহজ ছিলো না

Home Page » ক্রিকেট » সাকিব: কাজটা সহজ ছিলো না
রবিবার, ১৯ মার্চ ২০১৭



শততম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর সিরিজের নায়ক সাকিব আল হাসান বলছেন, কাজটা মোটেই সহজ ছিলো না। কলম্বোতে শততম টেস্টে লঙ্কানদের চার উইকেটে হারানোর পর সাকিব বলেন, ‘এ জয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু জেতার কাজটা সহজ ছিলো না।’

it wasnt easy to win 100th test says shakib

শততম টেস্টে জয় চাই— সিরিজ শুরুর আগেই বাংলাদেশ থেকে এমন আবদার শুনে শ্রীলঙ্কা গেছেন মুশফিক- সাকিবরা। একদিকে অপেক্ষাকৃত তরুণ শ্রীলঙ্কা অন্য দিকে তিন টেস্ট আগেই ইংল্যান্ডকে দেশের মাটিতে হারানো; বাংলাদেশ আত্মবিশ্বাসীই ছিলো।

কিন্তু মুশফিকদের আত্মবিশ্বাসে বড় এক ধাক্কা লাগে গলে। সেখানে তরুণ শ্রীলঙ্কার কাছেই বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ জেতার জন্য যেখানে আসা, সেখানেই সিরিজ হেরে বসার শঙ্কায় পড়েন মুশফিকরা।

কলম্বোর জয় তাই দরকার ছিলো তরুণ শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের লজ্জা এড়ানোর জন্যও। এক দিকে এই ব্যাপারে, অন্য দিকে শততম টেস্টকে স্মরণীয় করে রাখার তাগিদ। ‘অনাহূত অতিথি’ হয় এসেছিলো মাহমুদুল্লাহকে বাদ দেয়া সংক্রান্ত নানা জটিলতাও। সব মিলিয়ে শততম টেস্ট জয় হয়ে দাঁড়িয়েছিলো হিমালয় জয় করার মতো কঠিন চ্যালেঞ্জই।

জেতার পর তাই সাকিবের কণ্ঠে স্বস্তি। তিনি বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুব শক্তভাবে ফিরে এলাম। এটারই দরকার ছিলো। আমি আমার মতো খেলার চেষ্টা করেছি। এ ছাড়া এই টেস্টে চান্দিমালের ব্যাটিং আমার খুব পছন্দ হয়েছে। তাকে দেখে মনে হয়েছে, তার মতো খেললে আমিও পারবো।’

শুধু ব্যাট হাতেই নয়, সাকিব আলো ছড়িয়েছেন বল হাতেও। দুই টেস্টে নিয়েছেন মোট নয় উইকেট। সেই সঙ্গে মোট ১৬২ রান। এই পারফর্ম্যান্স তাকে এনে দিয়েছে সিরিজসেরার পুরস্কারও।

এটা সত্য যে, এই শ্রীলঙ্কা তরুণ হলেও তাদের বিপক্ষে কাজটা সহজ ছিলো না। তারপরও বাংলাদেশ শততম টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করলো সাকিবের হাত ধরেই।

বাংলাদেশ সময়: ১৯:০১:৪০   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ