ভারতে ইউপি’র মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দু সাধু

Home Page » আজকের সকল পত্রিকা » ভারতে ইউপি’র মুখ্যমন্ত্রী হচ্ছেন বিতর্কিত হিন্দু সাধু
রবিবার, ১৯ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে এমন এক বিতর্কিত হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথকে - যিনি তার মুসলিম-বিরোধী কথাবার্তার জন্য সুপরিচিত। ‘সুযোগ পেলে প্রত্যেক মসজিদে গৌরী গণেশের মূর্তি বসানোর’ কথাও একবার বলেছিলেন তিনি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিপুল বিজয় পায় ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। তা ছাড়াও এ নির্বাচনকে আরো দেখা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থনসূচক এক গণরায় হিসেবে।

যোগী আদিত্যনাথ শনিবার সন্ধ্যায় লখনৌতে ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন।

কট্টর হিন্দুত্ববাদী অবস্থান এবং মুসলমান বিরোধী মন্তব্যের জন্য ভারতের রাজনীতিতে পরিচিত এই হিন্দু সন্ন্যাসী। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে পাঁচবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ। এখনও তিনি সংসদ সদস্য।

গত শনিবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও গত এক সপ্তাহ ধরেই ভারতের রাজনীতিতে চর্চা চলছিল যে কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। দলিত ও ব্রাহ্মণ নেতাদের নাম আলোচিত হচ্ছিল এতদিন, কিন্তু হঠাৎ করেই এই হিন্দু সন্ন্যাসীকে নেতা নির্বাচিত করা হয় আজ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বি জে পি-র সভাপতি অমিত শাহ দিল্লিতে ডেকে এনে ব্যক্তিগত ভাবে কথা বলেন যোগী আদিত্যনাথের সঙ্গে।

সংবাদদাতাদের উদ্ধৃত করে বিবিসি বলছে,এই নিয়োগ রাজ্যের মুসলিমদের উদ্বিগ্ন করে তুলতে পারে।

গোরখপুরের এক মন্দিরের প্রধান, যোগী আদিত্যনাথের সন্ন্যাসপূর্ব জীবনের নাম অজয় সিং বিস্ত।প্রায় কুড়ি বছর আগে যুবক এই সন্ন্যাসী গোরখপুর অঞ্চলের রাজনীতিতে প্রথম পা রাখেন এক ছাত্র বিক্ষোভের মধ্যে দিয়ে। তার জনপ্রিয়তা হিন্দু যুব সমাজের মধ্যে যত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, ততই যোগী আদিত্যনাথ তার কট্টর অবস্থান নিয়ে মন্তব্য করতে শুরু করেন।বারে বারেই তিনি এমন সব মুসলমান-বিরোধী ও কট্টর হিন্দুত্ববাদী মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন।

সদ্যসমাপ্ত নির্বাচনী প্রচারের সময়েও যোগী আদিত্যনাথ বলেছিলেন যে রাজ্যের সমাজবাদী পার্টির সরকার উন্নয়ন করেছে শুধু কবরস্থানগুলোর। কিন্তু বি জে পি সরকার এলে অন্যান্য উন্নয়ন প্রকল্পের সঙ্গেই রামমন্দিরও প্রতিষ্ঠা করবে।

গতবছর জুন মাসেও তিনি ওই রামমন্দিরের প্রসঙ্গে বলেছিলেন, “যেখানে অযোধ্যার বিতর্কিত স্থাপনা ভেঙ্গে ফেলার থেকে কেউ আটকাতে পারে নি, তো মন্দির তৈরী করা কে আটকাবে।”

২০১৬ সালের অক্টোবরে যোগী আদিত্যনাথের আরেকটি বিতর্কিত মন্তব্য ছিল বকরি ঈদকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, “মূর্তি বিসর্জন দেওয়ার সময়ে সবার মনে হয় পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু বকরি ঈদের দিন যে হাজার হাজার নিরীহ পশু কেটে ফেলা হয় কাশীতে, ওই সব পশুদের রক্ত যখন সরাসরি গঙ্গায় গিয়ে পড়ে, তখন দূষণ হয় না?”

এই মন্তব্যের ঠিক বছর খানেক আগে উত্তরপ্রদেশের দাদরিতে এক মুসলমান মধ্যবয়সী ব্যক্তিকে বাড়িতে গোমাংস রাখার গুজব রটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই প্রসঙ্গে উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আজকেই পত্রিকায় পড়লাম যে আখলাক (ওই মৃত মুসলমান ব্যক্তি) পাকিস্তানে গিয়েছিল আর তারপর থেকেই তার আচার আচরণ পাল্টে গিয়েছিল। সরকার কি জানতে চেষ্টা করবে না যে ওই ব্যক্তি কেন পাকিস্তান গিয়েছিল? তাকে আজ মহিমামন্ডিত করা হচ্ছে!”

২০১৫ সালেই যোগব্যায়াম নিয়ে করা তার একটি মন্তব্য ছিল এরকম: “যারা যোগব্যায়ামের বিরোধীতা করছে, তাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। সূর্য নমস্কারকে যদি কেউ সম্মান দিতে না পারে, তার সমুদ্রে ডুবে মরা উচিত।”

তবে সাম্প্রতিক কালে সবথেকে বিতর্কিত মন্তব্য ছিল এটি: “যদি অনুমতি পাই তাহলে দেশের প্রত্যেকটা মসজিদে গৌরী-গণেশের মূর্তি স্থাপন করে দেব। আর্যাবর্তে আর্যরা তৈরী হয়েছিলেন, হিন্দুস্তানে আমরা হিন্দু করে দেব। পুরো পৃথিবীতে গেরুয়া ঝান্ডা উড়বে।”

যোগী আদিত্যনাথের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্ক তৈরী হয়েছে যে কেন এরকম একজন কট্টর হিন্দুত্ববাদী নেতাকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিল বি জে পি, যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়ায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব নেতাই প্রচার করে এসেছেন ‘সকলের সঙ্গে, সকলের উন্নয়ন’ অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে উত্তরপ্রদেশের সকলের উন্নয়ন চায় ওই দলটি।

ভারতের সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে এই কট্টর হিন্দু নেতার নাম হয়তো বি জে পি মুখ্যমন্ত্রী হিসাবে আগেই ঠিক করে রেখেছিল, কিন্তু সেটা তারা প্রচারে আনে নি। কারণ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হলেই মুসলমানদের ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার যে সুফলটা বহু আসনে পেয়েছে বি জে পি, সেটা আর তারা পেত না। মুসলমান ভোটের একটা অংশ যেটা বিজেপির দিকে গেছে বলে মনে করা হচ্ছে, তা-ও হয়তো আসত না।

সেজন্য জেনেবুঝেই যোগী আদিত্যনাথের নাম আগে সামনে আনা হয় নি, বলছে সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩২   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ