জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

Home Page » আজকের সকল পত্রিকা » জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
শনিবার, ১৮ মার্চ ২০১৭



 বাংলাদেশ র‍্যাব

বঙ্গ-নিউজঃ বাংলাদেশের রাজধানীর উত্তরার আশকোনায় র‍্যাবের ক্যাম্প এবং খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে ‘আত্মঘাতী হামলা’র পরিপ্রেক্ষিতে সারাদেশে পুলিশ ও র‍্যাবকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে দেশের সকল বিমাবন্দর, লঞ্চঘাট ও কারাগারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ (শনিবার) এক অনুষ্ঠানে বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিদ্যুৎকেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (মিডিয়া) তারেক আহমেদকে গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে হজরত শাহজালাল বিমান বন্দরের ভেতর ও বাইরে নিরাপত্তাসহ নজরদারি বাড়ানো হয়েছে।

 তিনি বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দুপুরের পর থেকে শাহজালাল বিমান বন্দরে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি দর্শণার্থীদের বিমানবন্দরে প্রবেশ সীমিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

গতকাল র‍্যাবের আশকোনা ক্যাম্পে বিস্ফোরণের পর পরই পুলিশ সদর দপ্তর থেকে হয় দেশের সকল থানায় সতর্কবার্তা প্রেরণ করা হয়।

এতে পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার সদস্যদের চলাচল করতে সতর্ক থাকতে বলা হয়েছে থানাগুলোতেও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট পরে থানার গেটে ডিউটি করার নির্দেশ দেয়া হয়েছে থানা ফাঁড়িতে বাইরের কেউ ঢুকতে চাইলে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়েছে

পুলিশ সদর দপ্তরের ডিআইজি শহিদুর রহমান জানিয়েছেন, সারা দেশেই পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছেসতর্কবার্তা পাওয়ার পরপরই প্রতিটি থানায় জোরধার করা হয় নিরাপত্তা ব্যবস্থা তাছাড়া,  ডিএমপি সতর্কবার্তায় নিজেদের নিরাপত্তা বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে

খিলগাঁওয়ে র‍্যাবের গুলিতে অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর ঢাকায় বিমাবন্দর সংলগ্ন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যা) প্রস্তাবিত সদর দপ্তরের অস্থায়ী ব্যারাক এলাকায় গতকাল আত্মঘাতী বিস্ফোরণে ১৫ ঘন্টার মধ্যে আজ সকালে খিলগাঁও-এর শেখের টেক  নামক স্থানে র‍্যাব-৩ এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়।

র‌্যাব কর্মকর্তারা বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি খিলগাঁওয়ের চেকপোস্টে ঢুকে পড়লে বাহিনীর সদস্যরা গুলি চালায়। এত  হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে এক শিশুসহ পাঁচজন নিহত হয়।

ওদিকে, র‍্যাব ক্যাম্প হামলার ঘটনার পরপর কারাগারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক ইকবাল হাসান সাংবাদিকদের জানান

সারা দেশে মোট ৬৮ কারাগারে ৭০ হাজারের বেশি বন্দি রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে এসব কারাগারে গতকাল বিকাল থেকে কারা রক্ষীরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন কারাগার, লঞ্চঘাট, বিমানবন্দর আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প, থানা এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

বাংলাদেশ সময়: ২০:২০:৪৬   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ