বঙ্গ-নিউজঃ বাংলাদেশের রাজধানীর উত্তরার আশকোনায় র্যাবের ক্যাম্প এবং খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে ‘আত্মঘাতী হামলা’র পরিপ্রেক্ষিতে সারাদেশে পুলিশ ও র্যাবকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে দেশের সকল বিমাবন্দর, লঞ্চঘাট ও কারাগারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ (শনিবার) এক অনুষ্ঠানে বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিদ্যুৎকেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (মিডিয়া) তারেক আহমেদকে গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে হজরত শাহজালাল বিমান বন্দরের ভেতর ও বাইরে নিরাপত্তাসহ নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দুপুরের পর থেকে শাহজালাল বিমান বন্দরে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি দর্শণার্থীদের বিমানবন্দরে প্রবেশ সীমিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
গতকালর্যাবেরআশকোনাক্যাম্পেবিস্ফোরণের পর পরই পুলিশসদরদপ্তরথেকেহয়দেশেরসকলথানায় সতর্কবার্তাপ্রেরণকরা হয়।
রাজধানীরঢাকায় বিমানবন্দর সংলগ্নর্যাপিডঅ্যাকশনব্যাটালিয়নের (র্যাব) প্রস্তাবিতসদরদপ্তরেরঅস্থায়ীব্যারাকএলাকায়গতকাল ‘আত্মঘাতী’বিস্ফোরণে১৫ ঘন্টার মধ্যে আজ সকালে খিলগাঁও-এর শেখের টেক নামক স্থানে র্যাব-৩ এর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়।
র্যাব কর্মকর্তারা বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি খিলগাঁওয়ের চেকপোস্টে ঢুকে পড়লে বাহিনীর সদস্যরা গুলি চালায়। এত হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে এক শিশুসহ পাঁচজন নিহত হয়।
ওদিকে, র্যাব ক্যাম্প হামলার ঘটনারপরপরকারাগারগুলোতেবিশেষনিরাপত্তাব্যবস্থাগ্রহণকরাহয়েছে বলে অতিরিক্তকারামহাপরিদর্শকইকবালহাসানসাংবাদিকদেরজানান।