দেশের সব বিমানবন্দর এবং কারাগারে ‘রেড অ্যালার্ট’

Home Page » প্রথমপাতা » দেশের সব বিমানবন্দর এবং কারাগারে ‘রেড অ্যালার্ট’
শুক্রবার, ১৭ মার্চ ২০১৭



shah jalal international airport set to increase security

বঙ্গ-নিউজঃ রাজধানীর আশকোনাস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাব) অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশের সবগুলো বিমানবন্দর এবং কারাগারে সতকর্তামূলক রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দেশের ৬৮টি কারাগারে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কার‍া অধিদফতরের অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান। তিনি বলেন, ‘র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের একদম নিকটবর্তী স্থানে বোমা বিস্ফোরণ হওয়ার পর এমন নির্দেশনা দেয়া হয়েছে।’

এর আগে আজ শুক্রবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে অবস্থিত র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।

র‍্যাবের ক্যাম্পটি হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত বলে জানা গেছে। বেলা আনুমানিক বেলা ১টা ১০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া আশকোনার হজ ক্যাম্পের ভেতরে স্থাপিত অস্থায়ী র‍্যাব ক্যাম্পে বিস্ফোরণ ঘটার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্থায়ী ওই র‍্যাব ক্যাম্পের ভেতরে পুলিশকে যেতে দেয়া হচ্ছে না।

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে আনুমানিক ২৫ বছরের এক যুবক ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে বাঁধা দিলে সে তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে এমন দিনে এই আত্মঘাতী হামলাটি হলো যার আগের দিনই চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াতের অভিযানে পাঁচজন ‘জঙ্গী’ নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা এবারই প্রথম ঘটলো।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২০   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ