নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা

Home Page » জাতীয় » নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ও ক্ষুদ্রঋণের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে ১০টি মামলা করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত একটি কোম্পানির ১০ জন কর্মী মামলাটি করেছেন বলে জানা গেছে।

dr yunus

আজ বুধবার ওই কর্মীদের আইনজীবী মামলা করার বিষটি জানিয়ে বলেন,’কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার শ্রম আদালতে মামলাটি করা হয়েছে।’

বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ টেলিফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। গ্রামীণ টেলিকম ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মামলা দায়ের করা কর্মীদের অভিযোগ ড. মুহাম্মদ ইউনূস তাদের মাঝে ন্যায্য আয় বণ্টন করেননি। ফলে নিজেদের পাওনা বুঝে নিতে তার বিরুদ্ধে তারা মামলা করেছেন।

মামলা দায়ের করা ১০ কর্মীর মধ্যে গ্রামীণ টেলিকমের বর্তমান কর্মী ছাড়াও সাবেক কর্মীরাও রয়েছেন। বাদী পক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ বলেন, ‘ইউনূসের বিরুদ্ধে দুইদিনে ১০টি মামলা হয়েছে। এর মধ্যে বুধবার ঢাকার শ্রম আদালতে সাতটি ও আগের দিন তিনটি মামলা দেয়া হয়েছে। মামলা দায়ের করা কর্মীদের গ্রামীণ টেলিকমের কাছে ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া পাওনা রয়েছে।’

এ বিষয়ে জবাব দেয়ার জন্য বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। এ মামলার বিবাদীরা হলেন- গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, দারিদ্র বিমোচনে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সফলতা অর্জন করায় ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পান ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।

বাংলাদেশ সময়: ৯:৫৮:৪১   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ