ভূতের ভয়ে প্রাসাদ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট

Home Page » এক্সক্লুসিভ » ভূতের ভয়ে প্রাসাদ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট
বুধবার, ১৫ মার্চ ২০১৭



 বঙ্গ-নিউজঃ  ভূত-টূত বলতে কিছু নেই। এমন হালকা বুলি আওড়ান অনেকেই। তবে ভূতের ভয়ে কিন্তু সবাই অস্থির। খেতে না পাওয়া রাস্তার ধারের ভিখারী থেকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত ভূতের ভয়ে প্রাণ হাতের মুঠোয় নিয়ে দৌড়ে পালান সবাই। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি। ভূতের ভয়ে বাড়ি ছেড়ে যাওয়ার গল্প অনেক শোনা গেলেও এবার সত্যি সত্যি রাষ্ট্রপতির জন্য বরাদ্দ প্রাসাদ ছেড়ে পালিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

brazil presidentব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার ভূতের ভয়ে প্রাসাদ ছেড়ে পালিয়েছেন…

ভুতের ভয়ে প্রজা আর রাজা নেই সবাই কাবু। এ কথারই যেন সত্যতা মিলল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার ভূতের ভয়ে প্রাসাদ ছেড়ে পালিয়েছেন। নিজ মুখে সে কথা স্বীকারও করেছেন তিনি। ‘ভেজা নিউজ’, আরটি নিউজসহ একাধিক বিদেশি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ওখানে অদ্ভুত একটা অনুভূতি হত। প্রথম রাত থেকেই আমি ওই বাড়িতে ঘুমোতে পারিনি। ওখানকার এনার্জিটাই যেন ভাল নয়। ওখানকার পরিস্থিতি দেখে আমি ভাবতে বাধ্য হই রাজ প্রাসাদে ভূত আছে।’

ব্রাজিলের রিও দি জেনেইরোতে অবস্থিত অত্যাধুনিক আলভোরাদা প্রাসাদেই থেকে আসছিলেন দেশটির বিগত প্রেসিডেন্টরা। টেমারও সপরিবার সেখানেই থাকতেন। রাজকীয় এই প্রাসাদে বিরাট বড় সুইমিং পুল, বড় বাগিচা, ফুটবল মাঠ, চ্যাপেল, মেডিকেল সেন্টার— কী নেই! ভূতের ভয়ে সব ফেলে পালিয়েছেন তিনি।

জানা গেছে, নিজের জন্য বরাদ্ধ রাজকীয় প্রাসাদ ছেড়ে আপাতত দেশের ভাইস-প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ছোট প্রাসাদে গিয়ে পরিবারকে নিয়ে উঠেছেন টেমার। প্রেসিডেন্ট হওয়ার আগে টেমারই ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতেন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে এখনও কেউ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেননি। ফলে ওই ছোট প্রাসাদটি খালিই পড়ে ছিল। তাই বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

ভূত তাড়াতে গোপনে গোপনে পুরোহিতও ডেকেছিলেন টেমারের স্ত্রী মার্সেলা। কিন্তু তাতেও ভূত দূর না হওয়ায় ওই বিলাসবহুল প্রাসাদ থেকেই আপাতত প্রাণ নিয়ে পলাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট টেমার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদপত্র গ্লোবো।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫০   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ