ভ্রমণ পিপাসুদের জন্য কিছু আঞ্চলিক সংলাপ ও তার বঙ্গানুবাদ- স্বপন চক্রবর্তী

Home Page » ফিচার » ভ্রমণ পিপাসুদের জন্য কিছু আঞ্চলিক সংলাপ ও তার বঙ্গানুবাদ- স্বপন চক্রবর্তী
মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭



Image may contain: 1 person, glasses and close-upক্রমিক আঞ্চলিক বঙ্গানুবাদ
১. ১ম:কায় বাহে ওদিয়া ওদিয়া যান আন্ধারত্ ? ১ম:- কে বাপু ওদিকদিয়ে ওদিকদিয়ে
অন্ধকারে যাচ্ছেন ?

২য়:-কোডে কায় নুমায় কাউ ২য়:- কোথায় কে ? কেহ না
১ম:-ওইযে দেখং যাবার নাকছেন ? ১ম:Ñ ওইতো দেখছি যাচ্ছেন ?
২য়:-আরে নুমায় কাউ, মুই মুই, ২য়- আরে কেহ না আমি আমি।
১ম:- তোমরায় কায়? ১ম:- আপনি কে?
২য়:- আরে কুডে কায়? মুই মুই ২য়:- আরে কোথায় কে? আমি
১ম:- আরে মুই কায়? ১ম:- আরে আমি কে?
২য়:- আরে কওয়ার নাকছুং মুই মুই, নুমায় কাউ ২য়:- আরে বলছিতো কেহনা আমি আমি।

২. ১ম:-কায় বাহে মাথা ঘসির ধরিছেন নোংরা
কাগজ দিয়া ১ম:- কে বাপু নোংরা কাগজ দিয়ে মাথা
মুছতেছেন ?
২য়:-আর না কন, বাসত্ একটা ছিটত বসি আছং, তা হঠাৎ এক বেটিছাওয়া পিছন থাকি মোর না মাথাত্ ছাদি দেইল, মোর তামান গাও ভিজে গেইছ্।ে মুই এলা কি করং ? মোর এহানা জরুলী বন্দরত্ যাওয়া খায়। ২য়:-আর বলবেন না, বাসে একটা সিটে বসে আছি, এমন সময় এক মহিলা আমার মাথায় বমি করে দিয়েছে, সমস্ত গা আমার ভিজে গেছে। আমি এখন কি করি ? আমার খুব জরুরী একটু শহরে যাওয়া প্রয়োজন।

৩. ১ম:- বাহে বৌমা, ওমরালার বাছুর রোজ রোজ আসি হামারনা কোষ্টা নষ্ট করি যায়, তোমরালা ওমাক্ কিছু কন না? ১ম:- বাপু, বৌমা, প্রতিদিন ওদের বাছুর এসে আমাদের পাট নষ্ট করছে, তুমি ওদেরকে কিছু বলছ না?
২য়:- কওঁ নাই ফির? মুই আচ্ছা করি চোদন দিছুনং। ২য়:- বলিনি আবার? খুব করে ওদেরকে শাসিয়ে এসেছি।
১ম:- ভাল করি চোদন দিয়ার নাগিল হ্যায়, যনে আর কোন দিন ওমতন কাজ না করে। ১ম:- খুব ভাল করে শাসিয়ে আসার দরকার ছিল, যেন আর কোন দিন এরকম কাজ না করে।
২য়:- দিছুং দিছুং খুব ভাল করি চোদন দিয়া আসছোং। যনে জীবনেও ওনতন কাইজ না করে। ২য়:-দিয়েছি দিয়েছি, খুব ভাল করে শাসন করে দিয়ে এসেছি। যেন জীবনেও আর ওরকম কাজ না করে।

৪. দাদা: মোর নওদারিটা মরি গেইছে, আর কায় মোর খুঁজ করিবে? কখন থাকি এহেনা তাঙ্কু চাবার নাকছুং, তা কায় শুনে ? দাদু- আমার স্ত্রী মারা গেছে, আর কে আমার খুঁজ করবে? কখন থেকে একটু তামাক চাচ্ছি, তা কে শুনে?
নাতি:-চুপ করি শুতি থাক, তাঙ্কু খাবার দরকার নাই, ছিলিম টানতে টানতে এলা তোমার কাশির চোটে আইতত ঘুম পারা না যায়, জোইয়ান কালে তাঙ্কু টানিছেন আর ঘরদোয়ার ছাওয়াপাওয়া দিয়ে হেনে ভরি ফেলাইছেন। হামার না বাপ-চাচাঘর এলা ১০ জন ভাইবোন। নাতি:-চুপ করে শুয়ে থাক, তামাক খাবার দরকার নেই। কলকি টানতে টানতে এখন তোমার কাশির জন্য রাতে ঘুম পারা যায়না। যৌবনকালে তামাক খেয়েছ আর ছেলে মেয়ে দিয়ে ঘরদুর ভরে ফেলেছ। আমার বাপ- চাচাদের এখন ১০ জন ভাইবোন।
দাদা:- কোডে আর ঘরদুয়ার ভরবার পাইনু, হামার সময়ত তো ভিতরত যাওয়া মানা আছিল। সওগ সময় মাঠত সারাদিন কাজ করছুং আর আইতত আসি ডাইরা ঘরত শুতি থাকছুং, অন্দর মহলত শুধু মাইয়া ছাওয়ারা থাকিছে। যদি খুলিতে কোন সময়ে তোর দাদীক দেখছুং তা হইলে এহানা কাশি দিয়া কছুং, এত্তি কি কাউ আছেন? থাকলে আইতত মোক এহানা তাঙ্কু খাওয়ালে খুব ভালে হয়, মোর না আইতত ছিলিম খাবার তিয়াস নাগে। ঐতো একদিন তাঙ্কু ধরি আসিল্, তাইতে তো তোর বাপের জন্ম হইল॥ ফের আর একদিন আইতত্ তোর দাদী তাঙ্কু ধরি আসিল্, তাইতে তোর বড় চাচা হইল,আর একদিন তোর দাদী…… *দাদু*: ঘরদুয়ার ভরে ফেলতে কোথায় আর পারলাম, আমাদের সময় তো আমাদেরকে ভিতর বাড়ীতে যাওয়া নিষেধ ছিল। সবসময় মাঠে দিনরাত কাজ করেছি, আর রাতে এসে বৈঠকখানা ঘরে শুয়ে থেকেছি। ভিতর মহলে শুধু মহিলারা থাকতো। যদি ওঠানে কখনও তোর দাদীকে দেখতাম, তাহলে একটু কাশি দিয়ে বলতাম, এখানে কি কেউ আছে? থাকলে রাত্রে আমার জন্য একটু কল্কি সাজিয়ে আনলে ভাল হয়, রাত্রে আমার তামাক খার খুব পিপাসা লাগে। ঐতো একদিন তামাক নিয়ে আসলো, তাতেইতো তোর বাপের জন্ম হলো। আবার আর একদিন তোর দাদী তামাক নিয়ে আসলো, তাতে তোর বড় চাচার জন্ম হলো, আর একদিন তোর দাদী….
নাতি- হইছে থামতো এহানা। এই ডারিয়া ঘরত শুতি থাকি তোমরায় ঘর ভরি ফেলাইছেন ছাওয়া-পাওয়া দিয়া। ভিতরত থাকলি পরে কি কইননেন হয়? থাকুক আর তাঙ্কু খাওয়ার না নাগে, তাঙ্কু খাওয়া শইল্লের জন্য ভাল্ নোমায়।
নাতি- হয়েছে, এখন একটু থাম, এই বৈঠকখানা ঘরে শুয়ে থেকে ছেলেপুলেদিয়ে ঘর-বাড়ী ভর্তি করে ফেলেছ, আর অন্দর মহলে থাকলে কি করতে? থাক, আর তামাক খাবার দরকার নেই। তামাক স্বাস্থের জন্য ভাল নয়।

৫. এই কাওকেশাং আর মোর ভালে না নাগে, এলা মুই মইলেই বত্তং। অথ্: এসব যন্ত্রনা আর আমার ভাল লাগে না। এখন আমি মরলেই বাঁচি।

৬. রাজা:-আনী আনী একি, তোমার না কপালত্ অক্ত! রাজা:-রাণী রাণী একি, তোমার কপালে রক্ত!
রাণী:-অক্ত নোমায় আজা এইল্লা অং। রাণী:- রক্ত নয় রাজা এগুলো রং।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪২   ৬৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ