জনগণের প্রতিনিধিরা যদি সৎ হয়- সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে ভয় পাবেন : রাষ্ট্রপতি

Home Page » আজকের সকল পত্রিকা » জনগণের প্রতিনিধিরা যদি সৎ হয়- সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে ভয় পাবেন : রাষ্ট্রপতি
মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭



 

 

বঙ্গ-নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমরা চাই ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়ের জন্ম হোক। হাওরের জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এক সময় আমাদেরকে উত্তরের মানুষ আর ভৈরবের লোকজন ‘ভাইট্টা গাবর’ বলে অবহেলা করতো। এখন আমরা নিজেদের একটা অবস্থান তৈরি করেছি। আমাদের অবস্থান আরো পাকাপোক্ত করতে হবে। এর জন্য তোমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে।

রাষ্ট্রপতি গতকাল সোমবার বিকালে হাওর উপজেলা ইটনায় সরকারি আবদুল হামিদ কলেজের দুই দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শুরুতেই কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করা হয়।

আব্দুল হামিদ আরো বলেন, বন্ধুবান্ধব ও পরিচিতজনরা আমাকে বলে, ছেলে মেয়েদের চাকরি দেয়ার জন্য। চাকরি তো আমিও দিতে চাই। কলিজা উজার করে দিতে চাই। কিন্তু পরীক্ষা ছাড়া তো হয় না। চাকরির জন্য লিখিত পরীক্ষা দিতে হয়। আমার কাছে চাকরির জন্য এলে লিখিত পরীক্ষা পাশ করে আসতে বলি। পরে কেউ আসে না। আমি চাই ছেলে মেয়েরা তোমরা লিখিত পরীক্ষা পাশ করে আমার কাছে আসো। লিখিত পরীক্ষায় ফেল করো এটা আমি চাই না। আর এর জন্য সেভাবেই লেখাপড়া করো।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সরকারি কাজে দুর্নীতি অনেক বেশি হয় এটা ঠিক। কিন্তু পানি, নদী খননের কাজের মধ্যে যে দুর্নীতিহয় এটা ‘পানির তলের দুর্নীতি’। এসব দুর্নীতি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে এর মধ্যেই উন্নয়ন কাজ করে যেতে হবে।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি সকলেই যদি আমরা সৎ হতে পারি, দুর্নীতিমুক্ত হতে পারি, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা দুর্নীতি করেন, তারা দুর্নীতি করতে ভয় পাবেন। দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, পুকুর চুরি যদি চলতেই থাকে, সাগর চুরি যদি চলতেই থাকে, তাহলে দেশ এগুবে না।

এর আগে রাষ্ট্রপতি নিজ এলাকা মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে দুপুর ১টা ২৪ মিনিটে ইটনা উপজেলা সদরে পৌঁছেন। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি অটোরিক্সায় চড়ে নির্মাণাধীন ইটনার ‘অলওয়েদার রোড’ পরিদর্শনশেষে মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করেন। এরপর তিনি কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি সুধি সমাবেশেও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৮   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ