ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র!

Home Page » আজকের সকল পত্রিকা » ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র!
মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ বাংলাদেশি কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে যেতে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা শনাক্ত করা যায়, এমন কোনো পরিচয়পত্র চাওয়া হয়; বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এমন প্রস্তাব দেয়া হয়েছে ফেসবুককে। ফেসবুক জানিয়েছে, নীতিমালা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তারা তাদের অবস্থান জানাবে।

facebook security

ঢাকায় চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশের পুলিশ প্রধানদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আছেন ফেসবুকের প্রতিনিধিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে সন্ত্রাসবাদ ছড়ানো নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে ফেসবুক প্রতিনিধির সঙ্গে কথা বলছেন বিভিন্ন দেশের পুলিশ প্রধানরা। কথা বলেছে বাংলাদেশও।

ফেসবুকের সঙ্গে পুলিশের ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মনিরুজ্জামান।

তিনি জানান, সাইবার অপরাধ ঘটলে তা তদন্ত করার সময় ফেসবুক যাতে সহায়তা করে, সে প্রস্তাব রাখা হয়েছে। এই জন্য পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্টধারীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা শনাক্ত করা যায়, এ রকম পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে।

ফেসবুকের নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপক বিক্রম লেংগেহ এ বিষয়ে জানিয়েছেন যে, ফেসবুকের নীতিমালার ভিতরে থাকা যে কোনো উপায়ে তারা সরকারকে সাহায্য করতে পারবেন। তবে তার আগে ফেসবুকের নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করে ফেসবুক তাদের অবস্থান জানাবে।

এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার একটা উপায়ও প্রস্তাব করা হয়েছে। এর জন্য পুলিশে ফেসবুকের যোগাযোগ করার জন্য একজন মুখপাত্র নিয়োগের ব্যাপারও ফেসবুককে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৫:০১   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ