শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনের খসড়ায় অনুমোদন

Home Page » প্রথমপাতা » শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনের খসড়ায় অনুমোদন
সোমবার, ১৩ মার্চ ২০১৭






মন্ত্রিসভার বৈঠক। ছবি: ফোকাস বাংলাবঙ্গনিউজঃ  বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘১৯৭২ সালের শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, বিভিন্ন সামরিক সরকারের সময় আন্তর্ভুক্ত করা বিভিন্ন আদেশ আইনে পরিণত করা হয়েছে। আগের আইনে বাংলাদেশে ২৫০ কলকারখানা জাতীয়করণ করা হলেও বর্তমানে এ সংখ্যা ১০৯টি। জাতীয়কারণের তালিকা থেকে পেট্রোবাংলাকে বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকের সভায় স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইন-২০১৭ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন আইন-২০১৭ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।’

১৯৮২ সালের স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ আইনটি বাংলায় করা হয়েছে। নতুন আইনে, বিভিন্ন অপরাধে জরিমানার পরিমান বাড়িয়ে কিছু সংশোধন আনা হয়েছে। অনুমোদনহীন বাটখারা ব্যবহার, প্রস্তুত ও বাজারজাত করলে জরিমানার পরিমানও বাড়ানো হয়েছে।

এছাড়াও সভায় সম্প্রতি ইন্দোনেশিয়ার অনুষ্টিত হয়ে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ)প্রধানমন্ত্রীর অংগ্রহণের বিষয়টি অবহিত করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে সেসব প্রস্তাব তুলে ধরেছিলেন তা প্রশংসিত হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী এ অঞ্চলে একটি পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।’

তিনি আরও বলেন, ‘এছাড়া মন্ত্রিপরিষদ সভায় সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস এবং আইনমন্ত্রী আনিসুল হকের ভাই ও প্রকৌশলী বিশেষজ্ঞ আরিফুল হকের মৃত্যুতে দুটি পৃথক শোক প্রস্তাব পাস করা হয়।’

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৩   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ