নির্ধারিত সময়ে স্মার্টকার্ড পাবেন না ৯ কোটি ভোটার

Home Page » জাতীয় » নির্ধারিত সময়ে স্মার্টকার্ড পাবেন না ৯ কোটি ভোটার
রবিবার, ১২ মার্চ ২০১৭



বঙ্গনিউজ: নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে ৯ কোটি ভোটার স্মার্টকার্ড পাচ্ছেন না বলে সংশয় প্রকাশ করেছেন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, আধুনিক স্মার্টকার্ডে যেসব তথ্য যোগ করে সমৃদ্ধ করা করা হচ্ছে তাতে পূর্ব ঘোষিত ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের হাতে এই স্মার্টকার্ড পৌঁছানো সম্ভব হবে না।

Smart card bd

১২ মার্চ আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, ‘আমাদের আরো সময় লাগবে। ২০১৮ সালের এপ্রিল-মে মাস পর্যন্ত পুরো কাজ সম্পন্ন হতে সময় লাগবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারের কাছে স্মার্টকার্ড পৌঁছানোর কথা ছিল। আমরা ৩০ জুলাইয়ের মধ্যে সব কার্ড পেয়ে যাব। কিন্তু কার্ডগুলো তথ্য সমৃদ্ধ করতে সময় লাগছে।

তিনি বলেন, ‘আগামীকাল সোমবার চট্টগ্রামে দুটি থানায় স্মার্টকার্ড বিতরণ হবে। চট্টগ্রাম জেলায় মোট ৫০ লাখ ভোটার আছেন। শুধুমাত্র মহানগরীতেই মোট ভোটার ১৮ লাখ। প্রথম পর্যায়ে কার্ড বিতরণের জন্য ১১ লাখ ৭৬ হাজার স্মার্টকার্ড রয়েছে।’

স্মার্টকার্ড বিতরণ বা সংগ্রহে ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘এটাকে ভোগান্তি বলা উচিত নয়। কেননা শতকরা মাত্র একভাগ লোক কার্ড পেতে বিড়ম্বনায় পরছেন। প্রাথমিকভাবে ডাটাবেজে যাদের তথ্যে ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এসব হচ্ছে।’

আগামী এপ্রিলে রাজশাহী ও খুলনা মহানগরীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এছাড়াও মে মাসে বিভিন্ন জেলা সদর এবং পৌরসভায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনার কথা জানান তিনি। সবশেষে উপজেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:২২:০৯   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ