প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন- মোহাম্মদ নাসিম

Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন- মোহাম্মদ নাসিম
শনিবার, ১১ মার্চ ২০১৭



mohammad nasimবঙ্গ-নিউজঃ প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। আসন্ন ২০১৯ সালের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’

১০ মার্চ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ষড়যন্ত্র করে লাভ নেই। কোন ফর্মুলা দিয়েই লাভ হবে না। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বিএনপিকে।’

স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের-উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে হবে।’

স্মরণসভাটি ছিল ১৯৯৬ সালে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচন প্রতিহত করতে গিয়ে নিহত হওয়া ছাত্রলীগ নেতা আনন্দ, বুলবুল, রানা ও জসমতের স্মরণে। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১১:৫৪:২৪   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ