ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত: দুদক চেয়ারম্যান

Home Page » প্রথমপাতা » ব্যাংকিং খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত: দুদক চেয়ারম্যান
শুক্রবার, ১০ মার্চ ২০১৭






 বঙ্গনিউজঃ  বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে তিনি একথা জানান।

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দুদক চেয়ারম্যানসহ অন্যরাদুদক আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, পাসপোর্ট ও ভূমিখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্যাংকিং সেক্টর। তবে ক্রমেই এর পরিবর্তন হচ্ছে। এজন্য সবার আগে সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, আমরা সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছি।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের জিডিপি ২ থেকে ৩ ভাগ দুর্নীতির কারণে নষ্ট হচ্ছে। তবে আমরা এখন দুর্নীতির বিরুদ্ধে পাওয়া অভিযোগের ৫৪ শতাংশ ঘটনা শাস্তির আওতায় আনতে সক্ষম হয়েছি। এটা একটা মাইলফলক।’

নিজ প্রতিষ্ঠানের সমস্যার বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘যেকোনও প্রতিষ্ঠানেই সমস্যা থাকে, সেগুলো সমাধান করেই চলতে হয়। আমরা এখানে সরকারের অকুণ্ঠ সহযোগিতা পাচ্ছি। দেশের সাধারণ মানুষ দুর্নীতিবাজদের পছন্দ করে না। সর্বস্তরের মানুষ দুর্নীতি প্রতিরোধে দুদককে সহযোগিতা করছে।’

প্রসঙ্গত যে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে শুক্রবার সারাদেশে একযোগে মানববন্ধন করার উদ্যোগ নেয় দুদক। এরই অংশ হিসাবে দেশের ৬৪টি জেলায় ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখের বেশি শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে দেশজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীতে উত্তরা, ফার্মগেট, বাংলামোটর, শাহাবাগ, মৎস্যভবন, কাকরাইল হয়ে বিভিন্ন এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুর্নীতি দমন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২২   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ