কার্যালয় সরাতে তিন বছর সময় চায় বিজিএমইএ

Home Page » জাতীয় » কার্যালয় সরাতে তিন বছর সময় চায় বিজিএমইএ
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭



দেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক শিল্পোদ্যোক্তাদের সমিতি বিজিএমইএ রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় অবস্থিত ভবন থেকে কার্যালয় সরাতে তিন বছর সময় চেয়েছে।

bgmea building

ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম জানান, আজ বুধবার বিজিএমইএর পক্ষে সময় চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

তিনি বলেন, ‘তৈরি পোশাক আমদানি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠানটি। এধরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অন্যত্র স্থানান্তর করতে তিন বছর সময় লাগবে।’

গত ৫ মার্চ আপিল বিভাগে বিজিএমইএ-এর ১৬ তলা ভবন ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের রায় রিভিউয়ের আবেদন খারিজ হয়। এইদিন কার্যালয় সরিয়ে নিয়ে ভবনটি ভাঙতে কতো সময় প্রয়োজন তা জানতে চায় সর্বোচ্চ আদালত।

আইনজীবী ইমতিয়াজ বলেন, ‘আমরা ভবন সরিয়ে নিতে তিন বছর সময় চেয়েছি। এখানে ভবন ভাঙার বিষয়ে এখনই প্রশ্ন আসছে না।’

সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পের জন্য প্রায় দুই দশক আগে নির্মিত বিজিএমইএ ভবনকে ‘একটি ক্যান্সার’ বলে আখ্যায়িত করেছিল হাইকোর্ট। গতবছর ২ জুন আপিল বিভাগে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর লিভ টু আপিল খারিজ হয়ে যায়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার জন্য বিজিএমইএ আবেদন করলে গত রোববার শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ তাও খারিজ করে দেয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত সোমবার এক ব্রিফিংয়ে জানান, বিজিএমইএর আবেদনের প্রেক্ষিতে সরকার তাদের রাজধানীর উত্তরার কোথাও জমি দেওয়ার চিন্তা ভাবনা করছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৩   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ