জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়ী

Home Page » বিবিধ » জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়ী
মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ ( মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি:
জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে।
এখানে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ (টিউবয়েল) ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের মশিউর রহমান বাবু (নৌকা) ভোট পেয়েছেন ১৫ হাজার ১৩৩।
তিন প্রার্থীর মধ্যে তৃতীয়জন স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদ(ইনু) সভাপতি গোলাম পাশার এলিচ(তালা) ভোট পান ১৪ হাজার ১৩৩।
সোমবার উপ-নির্বাচনের ভোটগ্রহন ও গগনা শেষে সন্ধ্যায় উক্ত ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন।
আওয়ামী লীগদদদদের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু অভিযোগ করে বলেন উপজেলা আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল থাকায় তিনি বলির পাঠা হয়েছেন।
তাকে নির্বাচনে দলের নেতাকর্মীরা কোনভাবে সহযোগীতা না করায় তার এই পরাজয়। তার অভিযোগ এখানকার আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা প্রায় ৬০ হাজার সংখ্যালঘু ভোটারদের ভোট প্রদানেও উৎসাহ প্রদান করেনি। ফলে তারাও ভোটকেন্দ্র মুখি হয়নি।
এদিকে বিজয়ী প্রার্থী ফয়সাল মুরাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাবি করলেও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব মকবুল হোসেন জানান, সে আমাদের সমর্থিত প্রার্থী এবং উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারী।
সংশ্লিষ্ট সুত্রমতে জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৫৯৪। কিন্তু ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিত কম থাকায় ভোট প্রয়োগ করে মাত্র ৭১ হাজার ১৬১ জন।
এরমধ্যে ভোট বাতিল হয় ৪২২টি। মোট বৈধ ভোট এসে দাঁড়ায় ৭০ হাজার ৭৩৯টি। এতে শতকরা ভোট পড়ে ৩০ দশমিক ৮৬ ভাগ।
প্রসঙ্গত উপজেলা নির্বাচনের মূলপর্বে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান ছিলেন জলঢাকা যুবলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর। তিনি ২০১৬ সালের ২৮ মে পদত্যাগ করে পৌর মেয়র পদে নির্বাচন করার কারনে পদটি শুণ্য হয়।
ওই শুন্য পদের উপ-নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হয় ভোটগ্রহন।

বাংলাদেশ সময়: ০:১৪:৫০   ২৫৯ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ