বুড়িমারী স্থলবন্দরে চার শতাধিক উর্দু বইসহ যুবক আটক!

Home Page » বিবিধ » বুড়িমারী স্থলবন্দরে চার শতাধিক উর্দু বইসহ যুবক আটক!
সোমবার, ৬ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে উর্দু ভাষার চার শতাধিক বইসহ আসিফ (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গোয়েন্দা সদস্যরা।আটক মো. আসিফ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর রেলগেটে মদিনা লাইব্রেরির পরিচালক।বুড়িমারী স্থলবন্দর বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বুড়িমারী জিরোপয়েন্ট দিয়ে ভারত থেকে একটি প্যাকেট কে বা কারা নিয়ে এসে রেখে যায়। পরে স্থানীয় কয়েকজন শ্রমিক প্যাকেটটি খুলে দেখতে পান উর্দু ভাষায় লেখা বই। পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
অনুসন্ধান শেষে বিজিবি সদস্যরা জানতে পারেন, প্যাকেটটি ভারত থেকে চোরাই পথে এসেছে। আর এসব বই সৈয়দপুর রেলগেটের মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী মো. আসিফ এপারে আনার ব্যবস্থা করেন। তিনি বইয়ের খোঁজে এসে বিজিবির হাতে আটক হন। বিজিবি বইগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গেছে।বুড়িমারী স্থলবন্দরের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একজন গোয়েন্দা সদস্য বলেন, ‘তরিকা নির্ভর এসব বই সৈয়দপুরের উর্দুভাষী লোকজনের জন্য আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনও ধরনের উত্তেজনা ছড়াতে এই বইগুলো আনা হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।
’লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘ভারত থেকে আনার উর্দুভাষী ৩৮৫টি বই উদ্ধার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর রেল গেটের মদিনা লাইব্রেরির পরিচালককে মো. আসিফকে জিজ্ঞাসাবাদ চলছে।
দেশবিরোধী ও সমাজ বিরোধী কোনও বই পাওয়া গেলে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বইগুলো পরীক্ষা-নীরিক্ষা চলছে।’

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০০   ২৫১ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ