বগুড়ায় যুবক খুন

Home Page » সারাদেশ » বগুড়ায় যুবক খুন
সোমবার, ৬ মার্চ ২০১৭



খুন এর চিত্র ফলাফলবঙ্গ-নিউজঃ বগুড়ার শিবগঞ্জে ঐতিহ্যবাহী একটি দীঘির আধিপত্য নিয়ে স্থানীয় এমপি’র শ্যালক ও ইউপি চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ছুরিকাঘাতে ওমর ফারুক (২৫) নামের এক যুবক খুন হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বিহার ইউনিয়নের সংসার দীঘি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।

নিহত যুবক ওমর ফারুক সংসার দীঘির পাড়ে অবস্থিত দুবেলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় , বগুড়া -২ আসনের সংসদ সদস্য জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহ্ এর শ্যালক ও উপজেলার রায়নগর ইউপি’র চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বিতর্কিত সংসার দীঘিটি বন্দোবস্থ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর এলাকাবাসী ওই দীঘির কর্তৃত্ব নিজেদের অনুকুলে নিয়ে মাছ চাষ শুরু করে। কিন্তু রিজু তাতে বাঁধা দেন। ফলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে বিষয়টি উচ্চ আদালতে মামলা পর্যন্ত গড়ায়। যা আদালতে এখনও বিচারধীন ।

এরই মধ্যে মামলা চলাকালীন সময়ে গতকাল বিকালে চেয়ারম্যান রিজু তার লোকজন নিয়ে এলাকার ওই বিতর্কিত দীঘির দখল নিতে যায় । এসময় বিহার ইউনিয়নের চেয়ারম্যান স্বেচ্ছা সেবকলীগ নেতা মহিদুল ইসলামও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জনপ্রতিনিধির শ্যালক ও তার বাহিনীকে সহায়তা করতে এগিয়ে আসে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রিজু ও মহিদুল চেয়ারম্যানের সশস্ত্র লোকজন দীঘিটির আধিপত্য নিতে গেলে এলাকাবাসী বাধা দেয়।

একপর্যায়ে গ্রামবাসীর সাথে তাদের বাকবিতণ্ডা চলতে চলতেই চেয়ারম্যানদের বাহিনীর লোকজন ওমর ফারুক ও মেহেদুল নামের দুই যুবককে ছুরিকাঘাত করে। এঘটনায় সেখানে গ্রামবাসীদের মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই চেয়ারম্যন এর বাহিনীর লোকজন সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় ওমর ফারুককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওমর ফারুক নিহত হবার ঘটনা এলাকায় পৌছলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন-অপারেশনস) মুহা. শহীদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জনপ্রতিনিধির শ্যালক ও তার বাহিনীকে সহায়তা করতে এগিয়ে এসেছিল। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শজিমেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৪৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ