বিজয়ের সাথে পাকিস্তানি প্রিমিয়ার লিগ (পিসিএল) খেলতে চুক্তি হয়েছেন আরো ১৬ জন বিদেশি ক্রিকেটার

Home Page » ক্রিকেট » বিজয়ের সাথে পাকিস্তানি প্রিমিয়ার লিগ (পিসিএল) খেলতে চুক্তি হয়েছেন আরো ১৬ জন বিদেশি ক্রিকেটার
রবিবার, ৫ মার্চ ২০১৭



03b770eb5078aacfabecef5f5e832e12-bijay.jpgবঙ্গ-নিউজঃ পাকিস্তানের মাটিতে খেলতে চান অনেকেই। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) এর দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচ আগামী ৫’ই মার্চ। প্রথম আসরে ফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হলেও এবারের আসরে ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে আগেই ঘোষণা দিয়েছিলো পিএসএল কর্তৃপক্ষ।২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জনিত কারণে দুই ফাইনালিস্ট দলের অনেক তারকা ক্রিকেটার নিজেদের নাম উহ্য করে নিয়েছে।

তবে বসে নেই পিএসএল কর্তৃপক্ষ। ফাইনালের জন্য নতুন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে তারা। তাঁর মধ্যে রয়েছে এক বাংলাদেশি। আগামী ৫’ই মার্চ ফাইনালে কোয়েটার হয়ে খেলবেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তবে শুধু বিজয়ই নয়, পিএসএল ফাইনালের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আরো ১৬ বিদেশি ক্রিকেটার।

বিদেশি ক্রিকেটারদের তালিকাঃ

এনামুল হক বিজয় (বাংলাদেশ), এল্টন চিগুম্বুরা (জিম্বাবুয়ে), পিটার ট্রেগো (ইংল্যান্ড), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), গ্রায়েম ক্রিমার (জিম্বাবুয়ে), ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে), জেড উইন্সটন ডার্নব্যাচ (ইংল্যান্ড), রায়ান ডেন ডেসকাট (নেদারল্যান্ডস), মর্নে ভ্যান উইক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা), আশহার জায়দি (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), আজহারুল্লাহ (ইংল্যান্ড), শন আরভিন (জিম্বাবুয়ে), ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)।

বাংলাদেশ সময়: ০:২০:৩২   ৪৬০ বার পঠিত   #




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ