বেড়েছে সবজির দাম

Home Page » অর্থ ও বানিজ্য » বেড়েছে সবজির দাম
শুক্রবার, ৩ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজ: সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে  অধিকাংশ সবজির দাম তিন থেকে পাঁচ টাকা করে বেড়েছে।  তবে চালের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট এবং জিগাতলার বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি গত সপ্তাহের চেয়ে তিন থেকে পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও চালের দাম স্বাভাবিক রয়েছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, নাজিরশাহ চাল প্রতি কেজি ৫০ টাকা, মিনিকেট ৫২ টাকা ও মোটা চাল (স্বর্ণা) ৩৬-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু কেজিপ্রতি ২৩ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন ৫০ টাকা, করলা ৭৮-৮২ টাকা, শসা ৪২ টাকা, টমোটো ৪৫ টাকা, ঢেঁড়স ৮৫ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৬২ টাকা, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ৩০-৩৫ টাকা, শালগম ৩০ টাকা, মূলা ২০ টাকা, শিম ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ৬২ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক, ডাটা, পুঁইশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

পেঁয়াজ (দেশি-ভারতীয়) বিক্রি হচ্ছে ২৩ ও ২৬ টাকায়। আদা ৭৫-৮০ টাকা, মসুর ডাল ১২৭ টাকা, মুগ ডাল ১১৫ টাকা, ছোলা ৮০ টাকা, সয়াবিন তেল (বোতলজাত) তিন টাকা কমে ১০২ টাকা, খোলা তেল ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, দেশি মুরগি আকারভেদে ২৫০-৪০০ টাকা, পাকিস্তানি মুরগি ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:০৬   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ