হেরাথ: এটাই বাংলাদেশের সেরা দল

Home Page » ক্রিকেট » হেরাথ: এটাই বাংলাদেশের সেরা দল
বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭



rangana-hertah-will-lead-sri-lanka-against-bangladesh.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশের যতোগুলো দল শ্রীলঙ্কা সফর করেছে, তার মধ্যে মুশফিকুর রহিমের নেতৃত্বে যাওয়া বর্তমান দলটাই সেরা। এমন মন্তব্য করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব পাওয়া রঙ্গনা হেরাথ।মুশফিকুর রহিমরা বর্তমানে লম্বা এক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে। সিরিজের প্রথম অংশে লঙ্কানদের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবেন মুশফিক- তামিমরা। তার আগে সিরিজ- পূর্ব সংবাদ সম্মেলনে বর্তমান বাংলাদেশ দল নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘এই দলটা দুর্দান্ত খেলছে। কদিন আগেই তারা ইংল্যান্ডকে হারিয়েছে। আমার মনে হয়, বাংলাদেশের যতোগুলো দল শ্রীলঙ্কা সফরে এসেছে, এই দলটা তাদের মধ্যে সেরা।’ মুশফিকের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ দল যে সময়ের সেরা, এটা হেরাথ না বললেও সবার জানা কথাই! এমন কি কেউ কেউ এও বলছেন যে, বর্তমান লঙ্কান দলের চেয়েও বাংলাদেশের বর্তমান দল বেশি অভিজ্ঞ। এক দিকে শ্রীলঙ্কায় এখন আর কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে নেই। এদুজন বাংলাদেশকে পেলেই হয়ে উঠতেন রান মেশিন। ফলে মুশফিকরা কিছুটা হলেও স্বস্তিতেই আছেন। অন্য দিকে মুশফিক, তামিম, সাকিব ও মাহমুদুল্লাহরা হয়ে উঠেছেন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি অভিজ্ঞ। ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন বোলারদের খেলার ব্যাপারে এখন তারা অনেক বেশি পারঙ্গম। ফলে এবারের শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ বড়সড় কিছু করে ফেলবে বলেই প্রত্যাশা সমর্থকদের। বাংলাদেশের এই দলকে সেরা বললেও হেরাথ মনে করিয়ে দিয়েছেন যে, মুশফিকদের বহু কাজ এখনো বাকি। তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নতি করছে। বিশেষ করে ওদের ব্যাটিং লাইনটা বেশ অভিজ্ঞ। তবে তাদের সামনে আরো বড় কাজ পড়ে আছে। তাদের অনেকটা পথ পারি দিতে হবে।’ হেরাথ এও বলছেন যে, আগে শ্রীলঙ্কা যতেই হেসেখেলে বাংলাদেশকে উড়িয়ে দিক না কেনো, সেটা এখন আর সম্ভব নয়। তিনি বলেন, ‘আমাদের জন্য কাজটা চ্যালেঞ্জিং। অনেক পরিশ্রম করতে হবে। তবে অস্ট্রেলিয়াকে যে আমরা হোয়াইটওয়াশ করেছিলাম, সেটাও মনে আছে। আমরা সেই কীর্তি থেকে অনুপ্রেরণা নিচ্ছি।’ শ্রীলঙ্কা- বাংলাদেশের সিরিজটি শুরু হবে মার্চের সাত তারিখ থেকে। গলে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মুশফিকরা। এরপর কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর দুই দল তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩৫   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ